সড়ক দুর্ঘটনা কমাতে সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পের আওতায় নয়া নীতি লাঘুর পথে রাজ্য

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পের আওতায় রাজ্যে অভিন্ন গতি নীতি আনতে চলেছে রাজ্য সরকার। সড়ক দুর্ঘটনা এড়াতে এই উদ্যোগ বলে জানা গেছে। খড়্গপুর আইআইটি ইতিমধ্যেই এই বিষয়ে একটি রিপোর্ট জমা দিয়েছে। সেই প্রতিবেদনের ভিত্তিতে গতি নীতি আনতে যাচ্ছে সরকার। খুব শীঘ্রই এটি রাজ্য মন্ত্রিসভা অনুমোদনের জন্য পেশ করা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।

খড়গপুর আইআইটি-র জমা দেওয়া রিপোর্টে কোনও রাস্তায় গাড়িটি কত গতিতে চলবে তা উল্লেখ করা হয়েছে। জাতীয় সড়কে যানবাহন কীভাবে নিয়ন্ত্রণ করা হবে তাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। খড়গপুর আইআইটি-এর বিশেষজ্ঞরা রাজ্য পরিবহন,পূর্ত, স্বাস্থ্য ও শিক্ষা দফতরের সঙ্গে পরামর্শ করে রিপোর্টটি তৈরি করেছেন। কোন এলাকায়, কোন সময়ে গতি কত হবে তাও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। রাজ্যে এই নতুন ব্যবস্থা চালু হলে সড়ক দুর্ঘটনা অনেকটাই কমে যাবে বলে মনে করা হচ্ছে।

পরিসংখ্যান দেখায় যে করোনার আগের পরিস্থিতিতে রাজ্যে প্রচুর সড়ক দুর্ঘটনা ঘটেছে। 2016 সালে, 11631টি সড়ক দুর্ঘটনা এবং 589 জন দুর্ঘটনায় মারা গেছে। 2016 সালে, 12,605টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় 5711 জনের মৃত্যু হয়েছে। পরের বছর 2019 সালেও সড়ক দুর্ঘটনার সংখ্যা কম নয়।

সে বছর 10,156টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় 5500 জনের মৃত্যু হয়। এর আগে সড়ক দুর্ঘটনা রোধে সেফ ড্রাইভ সেফ লাইফ প্রকল্প চালু করেছিল রাজ্য সরকার। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে পুলিশ এই প্রকল্পের সূচনা করেছে। কিন্তু একা এই প্রকল্প যথেষ্ট নয়। তাই এ বার সড়ক দুর্ঘটনা রুখতে গতি নিয়ন্ত্রণের পথ নিল রাজ্য সরকার।

সম্পর্কিত পোস্ট