Arsenic :আর্সেনিক প্রবণ উত্তর ২৪ পরগণা জেলায় শুদ্ধ পানীয় জল পৌঁছাতে নয়া প্রকল্প

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আর্সেনিক ( arsenic ) প্রবণ উত্তর ২৪ পরগনা জেলায় সমস্ত ব্লকে আর্সেনিক মুক্ত পানীয় জল সরবরাহের লক্ষ্যে রাজ্য সরকার ৪ হাজার কোটি টাকা মূল্যের ৪ টি জল প্রকল্প নির্মাণের কাজ শুরু করেছে । ইতিমধ্যে ২ টি প্রকল্পের কাজ প্রায় শেষের মুখে, বাকি ২ টি প্রকল্পের কাজ জোরকদমে চলছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

অনুমোদন ছাড়াই মাটি কেটে পাচার করছিলেন TMC নেতা ! ডাম্পারে পদপিষ্ট গ্রামবাসী

Arsenic

জানা গিয়েছে উত্তর ২৪ পরগনা জেলার ২২ ব্লকের মধ্যে ২১টি ব্লক আর্সেনিকপ্রবণ। এই জেলায় পানীয় জলের সমস্যা দূর করতে বিশেষজ্ঞরা ভূপৃষ্ঠের জল বা নদীর জলকে পানীয় জল হিসেবে ব্যবহারের পরামর্শ দিয়েছেন। সেই পরামর্শ মেনে রাজ্য সরকারের আর্থিক সাহায্যে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ দফতর এই জল প্রকল্পগুলি নির্মাণের কাজ শুরু করেছে।

চারটি প্রকল্প হচ্ছে যথাক্রমে কলকাতা, নৈহাটি, চাকদা এবং শ্যামনগরে।

  • কলকাতা কেন্দ্র থেকে সরবরাহ করা পানীয় জল পৌঁছবে রাজারহাট, ভাঙড়, হাড়োয়ার বিস্তীর্ণ অংশে।
  • নৈহাটি প্রকল্প থেকে হাবড়া, গাইঘাটা, দেগঙ্গা, আমডাঙা এলাকায় জল সরবরাহ করা হবে।
  • চাকদার প্রকল্পটি থেকে বাগদা, বনগাঁয় সরবরাহ করা হবে জল।
  • শ্যামনগর কেন্দ্র থেকে স্বরূপনগর, বাদুড়িয়া, বসিরহাট, হাসনাবাদ-সহ বিস্তীর্ণ এলাকায় পানীয় জল সরবরাহ করা হবে।

সম্পর্কিত পোস্ট