জলে না ভাসিয়ে চলছে প্রতিমা বিসর্জনের প্রক্রিয়া
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দশমীর শেষ লগ্নে চলছে প্রতিমা নিরঞ্জনের বিশেষ প্রস্তুতি৷ নিরঞ্জনের প্রক্রিয়ায় বিশেষ নজরদারি রয়েছে কলকাতা পুরসভা এবং পুলিশের। তবে এবার জলে না ভাসিয়ে চলছে প্রতিমা বিসর্জন।
কলকাতা পুরসভার তরফে এই প্রথমবার দই ঘাটে বিকল্প ব্যবস্থা করা হয়েছে। গঙ্গা থেকে জল তুলে হোস পাইপের মাধ্যমে সেই জল মূর্তির গায়ে ঢালা হবে৷ প্রতিমার গা থেকে মাটি গলে গেলে তা রিসারভারে জমা করা হবে। পরে ক্যানেলের মাধ্যমে ড্রেনে ফেলা হবে৷
গোটা প্রক্রিয়া তদারকি করছেন কলকাতা পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান ফিরহাদ হাকিম৷ তিনি বপেন, আগামী দিনে সহযোগীতা পেলে অন্যান্য ঘাটগুলিতে এই প্রক্রিয়া চালু করা হবে।
এদিন বাজা কদমতলা ঘাট, জাজেস ঘাট এবং নিমতলা ঘাটে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। নির্দিষ্ট সংখ্যক সদস্যরা শুধুমাত্র ঘাটে প্রবেশ করতে পারবেন। এছাড়াও জলপথে রিভার ট্রাফিক পুলিশের মাধ্যমে চলছে নজরদারি। আকাশপথে নজরদারিতে রয়েছে ড্রোনের ব্যবস্থা।