সামনের সপ্তাহেই চালু ইন্ডেন গ্যাস বুকিংয়ের নতুন নম্বর
দ্য কোয়ারি ডেস্ক: কেন্দ্রীয় সরকারের নিয়ম মেনে এবার রান্নার গ্যাস বুকিংয়ের বড়সড় পরিবর্তন। আগামী সপ্তাহ থেকেই চালু হবে নতুন নম্বর। পশ্চিমবঙ্গ ইন্ডেন গ্যাস ডিস্ট্রিবিউশন অ্যাসোসিয়েশনের এমনটাই জানানো হয়েছে। তবে অন্য কোনও গ্রাহকদের জন্য নয়, শুধুমাত্র ইন্ডেন গ্যাস ব্যবহারকারীদেরই নতুন নম্বরে বুক করতে হবে।
জানা গিয়েছে, আগামী ১ নভেম্বর থেকে ইন্ডেন গ্রাহকদের নতুন নম্বরে গ্যাস বুকিং করতে হবে। পুরানো নম্বর আর কাজ করবে না। শুধু তাই নয়, এবার থেকে গ্যাস সিলিন্ডার ডেলিভারি অর্থাৎ- বাড়িতে পৌঁছানোর সময় কোম্পানি প্রদত্ত ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি দেখানোও বাধ্যতামূলক করা হচ্ছে।
এতে জালিয়াতি রোখা যাবে বলেই মনে করা হচ্ছে। কেন্দ্রীয় সরকার এ নিয়ে বেশ কিছু পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে, তারই অঙ্গ হিসাবে গ্যাস বুকিংয়ের নতুন নম্বর চালু করা হয়েছে বলে খবর।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/2021-assembly-election-left-congress-allience-meeting-start-30-31-at-october/
প্রসঙ্গত, ইন্ডেন গ্যাস ব্যবহারকারীরা এতদিন পর্যন্ত ৯০৮৮৩২৪৩৬৫ নম্বরে ফোন করে গ্যাস বুকিং করতেন। কোনও সমস্যা হলেও এই নম্বরে ফোন করা যেত। আগামী ১ নভেম্বর থেকে সিলিন্ডার বুকিং বা সমস্যা হলে ৭৭১৮৯৫৫৫৫৫ নম্বরে যোগাযোগ করতে হবে। জানা গিয়েছে, ফোন করার পাশাপাশি মেসেজের মাধ্যমেও গ্যাস বুক করতে পারবেন গ্রাহকরা।
ডিস্ট্রিবিউটর সংগঠন জানিয়েছে, গ্যাস বুকিংয়ের পর গ্রাহকের রেজিস্ট্রার্ড মোবাইলে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি আসব। গ্যাস নেওয়ার সময় সেই ওটিপি জানাতেই হবে, তাহলেই সিলিন্ডার ডেলিভারি হবে। গ্রাহকদের সমস্যায় ফেলতে চান না তাঁরা, তাই আপাতত প্রথম দুই সপ্তাহ দুটি নম্বরই চালু থাকবে বলেও জানা গিয়েছে।