অজ্ঞাত একাউন্টে ১৫ কোটি টাকা ট্রান্সফার, সুশান্তের মৃত্যুকে ঘিরে তৈরি হচ্ছে রহস্য
দ্য় কোয়ারি ওয়েবডেস্কঃ অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর দীর্ঘ সময় পর অভিনেত্রী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে পাটনার রাজেন্দ্র নগর থানায় মামলা দায়ের করেছেন সুশান্তের বাবা।
ঘটনার তদন্ত করতে মুম্বই উপস্থিত হয়েছে পাটনা পুলিশের একটি দল। এরই মাঝে এক চাঞ্চল্যকর তথ্য মামলার নজর ঘুরিয়েছে।
সুশান্তের বাবা একেসিং পুলিশের কাছে ছয় পাতার অভিযোগ দায়ের করেছেন। যেখানে একটি জায়গায় তিনি উল্লেখ করেন সুশান্তের কোটাক মহিন্দ্রা একাউন্ট থেকে অন্য একটি একাউন্টে ১৫ কোটি টাকা পাঠানো হয়েছে।
সেই একাউন্টের মালিক সুশান্ত নয়। অভিযুক্তের তালিকায় অভিনেত্রী রিয়া চক্রবর্তীর নাম উল্লেখ করেছেন তিনি। ঘটনা সামনে আসার পরেই তদন্তে নেমেছে ইডি।
দীর্ঘ ছয় পাতার এফআইআরে রিয়া চক্রবর্তী সহ তার ভাই শৌভিক এবং আরও তিন জনের নাম উল্লেখ করেছেন তিনি।
ভারতীয় দন্ডবিধির ৩০৬,৩৪১,৩৪২,৩৮০,৪০৬ এবং ৪২০ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। এর মধ্যে উল্লেখ রয়েছে আত্মহত্যার প্ররোচনা, চুরি, বিশ্বাসভঙ্গ সহ আরও একাধিক অভিযোগ তুলে ধরা হয়েছে।
সাত জন পুলিশের একটি টিম পাটনা ছেড়ে মুম্বইয়ের মাটিতে পড়ে রয়েছেন তদন্তের জন্য। যার মধ্যে দুই ইইন্সপেক্টর এবং দুই জন সাব ইন্সপেক্টর রয়েছেন।
মঙ্গলবার রিয়া চক্রবর্তীর বাড়িতে হানা দেয় পুলিশের দল। আগে থেকেই খবর ছিল আগাম জামিনের আবেদন করতে পারেম রিয়া। কিন্তু তা করেননি।
করোনা কালে বাড়ছে হতাশা, ৪৩ শতাংশ ভুগছেন মানসিক অবসাদে
বরং সুশান্তের মৃত্যুর তদন্ত পাটনা থেকে মুম্বইতে নিয়ে আসার জন্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেন তিনি। এরপর রিয়ার বাড়ি গিয়ে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে রিয়ার দেখা না মেলায় খালি হাতে ফিরে আসতে হয় পুলিশকে।
যদিও অভিনেত্রী রিয়া চক্রবর্তীর সুপ্রিম কোর্টের আবেদন খারিজ হয়। পাল্টা ক্যাভিয়েট জমা দেন সুশান্তের বাবা। কোনও নির্দেশ দেওয়ার আগে তার বক্তব্য শোনার জন্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানিয়েছেন তিনি। মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনীল দেশমুখ জানান, গোটা ঘটনার তদন্তভার করবে মহারাষ্ট্র পুলিশ।
গত ১৪ জুন সুশান্তের বান্দ্রার ফ্ল্যাট থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। এটা আত্মহত্যা নাকি খুনের চেষ্টা? তা নিয়ে জল্পনা ছিল তুঙ্গে।
ঘটনার সিবিআই তদন্তের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে আবেদন জানান অভনেত্রী রিয়া নিজে। কিন্তু যত দিন যেতে শুরু করেছে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকে ঘিরে ততই রহস্যের দানা বাঁধতে শুরু করেছে।
এখন মামলা কোন দিকে গড়ায় সেটাই দেখার।