নতুন বছরে মানুষের পাশে থাকার অঙ্গীকার, ‘অন্নপূর্ণা’ – অতনু প্রসাদ মিত্র ( ডিউক এর ) এক ক্ষুদ্র প্রয়াস
রাহুল গুপ্ত
করোনার ছোবলে মানবসভ্যতা বিপদে , লড়াই জারি রাখার জন্য চাই মানসিক ও শারীরিক সক্ষমতা। গত ৪ঠা এপ্রিল সিদ্ধান্ত গ্রহণ করার পর , ৫ই এপ্রিল থেকে ধারাবাহিক ভাবে ১৪ই এপ্রিল পর্যন্ত দুবেলা করে সাধারণ মানুষের জন্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য সামগ্রী সাধ্যমত প্রদান করেছেন দক্ষিণ কলকাতা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী অতনু প্রসাদ মিত্র ( ডিউক )।
এই পরিস্থিতিতে বেড়েছে লক ডাউনের সময়সীমা। লড়াই করতেই হবে করোনাকে হারাতে গেলে। অতনুবাবু মনে করেন ১০দিনে খাদ্য দ্রব্য সামগ্রী বন্টনের পর এখনো ও অনেকেই রয়ে গেছেন এই অঞ্চলে খালি পেটে।
চরম দরিদ্রতায় সেই সব প্রান্তিক মানুষের জন্য বাংলা নতুন বছরে ( ১৪২৭ এ ) মানুষের পাশে থাকার অঙ্গীকার – নিয়েই অন্নপূর্ণা। উল্লেখ্য প্রতিদিন ১ হাজার মানুষের কাছে রান্না করা খাদ্য পৌঁছে দেওয়া হবে।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় – আশীর্বাদে এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে শ্রী অতনু প্রসাদ মিত্র ( ডিউক ) এর এক ক্ষুদ্র প্রয়াস।
আগামী ১৬ই এপ্রিল ( ১৪২৭ , ৩রা বৈশাখ ) থেকে রান্না করা সুস্বাদু খাবার আপনার ঘরে পৌঁছে দেওয়ার জন্যই এই প্রয়াস। একটা ফোন করে আপনি আপনার নাম , ঠিকানা , ফোন নম্বর জানান আমাদের – অন্নপূর্ণা এর প্রতিনিধি পৌঁছে যাবেন আপনার ঘরে খাবার পৌঁছে দিতে।
অন্নপূর্ণা-র এই প্রয়াস আমরা শুরু করছি কলকাতা পুরসভার ৬৯ নম্বর ওয়ার্ড থেকে এই মুহূর্তে। উল্লেখ্য সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একক পরিকল্পনায় ইতিমধ্যেই শুরু হয়েছে সারা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র জুড়ে কল্পতরু।
যেখানে সাধারণ মানুষ পাচ্ছেন রান্না করা খাবার ঘরে ঘরে। প্রতিদিন প্রায় ৬০ হাজার মানুষ উপকৃত হচ্ছেন । তাঁর এই লড়াই এ সামিল আমরাও। তাই আসুন ঘরে থেকে করোনার বিরুদ্ধে এই লড়াই জারি থাকুক।
ফোন করুন পয়লা বৈশাখ ও ২রা বৈশাখ ( ১৪ ই এপ্রিল ও ১৫ ই এপ্রিল ) থেকে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
আপনার নাম , ঠিকানা ও ফোন নম্বর জানান আমাদের। আগামী ১৬ই এপ্রিল ( ১৪২৭ , ৩রা বৈশাখ ) থেকে শুরু হবে অন্নপূর্ণা – এর পরিষেবা।
এছাড়াও ১৬ই এপ্রিল থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত অন্নপূর্ণা – এর নির্দিষ্ট গাড়ি থাকবে কলকাতা পুরসভার ৬৯ নম্বর ওয়ার্ড এর বিভিন্ন জায়গায় , সেখান থেকে এসেও আপনি খাদ্য সংগ্রহ করতে পারেন নির্দিষ্ট সময়ে। স্থান ও সময় জানিয়ে দেওয়া হবে।
আসুন শপথ করি এই কঠিন সময়ে ঘরেতেই থাকবো আমরা। করোনাকে হারতেই হবে – মানবসভ্যতাকে জিততেই হবে। .
আমাদের ফোন নম্বর — ৭০০৩৪০০৫৫৯ , ৭৯৮০৮৭২১৫০ –