সোমবার থেকে খুলছে নিউমার্কেট

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃপয়লা জুন থেকে খুলে যাচ্ছে শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পুর-বাজার। নিউ মার্কেট সহ গড়িয়াহাট, ভিআইপি, এন্টালি মার্কেট সহ কলকাতা পুরসভার অধীনে থাকা প্রায় ৪৫টি বাজার খোলার নির্দেশ দেওয়া হচ্ছে।

তবে শর্তসাপেক্ষে, পুরসভার নির্দেশে খোলা থাকবে বাজার। সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। এই সময় পর্যন্ত বিদ্যুৎ সংযোগ দেওয়া হলেও পাঁচটার পর থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

মার্চের শেষ সপ্তাহে দেশ জুড়ে লকডাউন ঘোষণা হতেই বন্ধ হয় কলকাতার সব বাজার এবং শপিং মল। পরবর্তীকালে নিত্য প্রয়োজনীয় হিসেবে আনাজ এবং মুদির দোকান খোলার অনুমতি দেওয়া হলেও অপ্রয়োজনীয় নন-এসেনশিয়াল জিনিসের দোকানপাঠ বন্ধই রাখা হয়।

সোমবার থেকেই ৪০ শতাংশ যাত্রী নিয়ে শুরু হবে ফেরী পরিবহন

পুরসভা সূত্রের খবর, পুলিশ এবং স্বাস্থ্য দফতরের সঙ্গে বৈঠকের পরেই কোন কোন বাজার খোলা হবে তার সিদ্ধান্ত হয়েছে। তবে যদি দেখা যায় বিশেষ কোনও বাজারের কাছে করোনা সংক্রমণের খবর মিলেছে, তা হলে সেই বাজার আবার বন্ধ করে দেওয়া হবে।

জানা গিয়েছে, মুখ্যসচিবের নির্দেশ মাথায় রেখেই পুর প্রশাসন সব বাজারে নোটিস পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে, বাজারে নিয়মিত জীবাণুনাশক ছড়াতে হবে। বড় দোকানে পাঁচ জন ও ছোট দোকা‌নে দু’জনের বেশি ক্রেতাকে দাঁড়াতে দেওয়া হবে না। দোকানদার ও কর্মীদের অবশ্যই মাস্ক পরতে হবে। রাখতে হবে হ্যান্ড স্যানিটাইজ়ার।

সম্পর্কিত পোস্ট