কৃষি সরঞ্জাম সহায়তা কেন্দ্র থেকে চাষীদের আধুনিক সরঞ্জামের যোগান দেবে রাজ্য

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্যের ছোট চাষীদের উন্নত ও আধুনিক কৃষি সরঞ্জাম যোগান দিতে রাজ্যে আরও ১৪৫ টি কৃষি সরঞ্জাম সহায়তা কেন্দ্র তৈরি করা হবে। বর্তমানে রাজ্যে প্রায় ১৮৪৫টি কৃষি সরঞ্জাম সহায়তা কেন্দ্র রয়েছে।

এখনো এই ধরনের কেন্দ্র তৈরি প্রয়োজন এরকম ব্লক গুলিকে চিহ্নিত করা হয়েছে। চিহ্নিত ব্লকগুলিতে আগামী মার্চ মাসের মধ্যে নতুন সরঞ্জাম সহায়তা কেন্দ্র গুলি তৈরি করা হবে বলে কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে। এরজন্য বরাদ্দ করা হয়েছে প্রায় ১২০ কোটি টাকা।

কৃষি সরঞ্জাম সহায়তা কেন্দ্র থেকে চাষীদের আধুনিক সরঞ্জামের যোগান দেবে রাজ্য

কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে,এক-একটি সহায়তা কেন্দ্র তৈরি করতে প্রায় আড়াই কোটি টাকা খরচ হয়। এজন্য মোট খরচের ৪০ শতাংশ অথবা এক কোটি টাকার অনুদান দেয় রাজ্য সরকার।বাকি টাকা ইচ্ছুক যন্ত্র নির্মাণ করি সংস্থাগুলি মূলধন হিসেবে বিনিয়োগ করে।

ধান কাটার কম্বাইন্ড হারভেস্টার সহ  এই কেন্দ্রগুলি থেকে আলু ও ধান চাষের জন্য প্রয়োজনীয় ট্রান্সপ্লান্টারের মতন উন্নত মানের যন্ত্রপাতি পাওয়া যায়। কৃষি সরঞ্জাম সহায়তা কেন্দ্র তৈরি করার জন্য ইচ্ছাপত্র গ্রহণ করা হয় অনলাইনে।

বেশী দামে সার বিক্রি করা যাবে না, সাফ নির্দেশ কৃষি দফতরের

জিও ট্যাগিং এবং প্রত্যেকটি যন্ত্রপাতির উপর লাগানো হয় সরকারি ফলক, যাতে কেউ রাজ্যের সহায়তায় কেনা যন্ত্রপাতি গুলি বিক্রি না করতে পারে।

সম্পর্কিত পোস্ট