মোদী সরকারের দাবি উড়িয়ে আগামী সপ্তাহে পেগাসাস কাণ্ডে জনস্বার্থ মামলার শুনানি
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আগামী সপ্তাহেই পেগাসাস কাণ্ডে জনস্বার্থ মামলার শুনানি। শুক্রবার জানিয়েছেন সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি এমভি রমনা। পেগাসাস কাণ্ডে নিয়ে তোলপাড় দেশের জাতীয় রাজনীতি।
যদিও পেগাসাস কাণ্ডে সমস্ত অভিযোগই ভুয়ো। তাই বিশেষ তদন্তের কোনও দরকার নেই বলেই মোদি সরকারের পক্ষ থেকে জানানও হয়। কিন্তু কেন্দ্রের সেই সমস্ত দাবি উড়িয়ে আগামী সপ্তাহেই শুনানির কথা ঘোষণা করল সুপ্রিম কোর্ট।
সাংবাদিক, বিরোধী দলের নেতা পাশাপাশি সুপ্রিম কোর্টের একাধিক বিচারপতির বিরুদ্ধে নজরদারি চালানোর অভিযোগ উঠেছে কেন্দ্রের বিরুদ্ধে। স্বাধীন তদন্তের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সিনিয়র সাংবাদিক এন রাম এবং শশী কুমার। তাঁরা দাবি করেছিলেন, একটি বিশেষ তদন্তকারী দল গড়ে এই মামলার তদন্ত করা হোক।
একদিকে বাদল অধিবেশনে পেগাসাস কাণ্ডে কেন্দ্রকে একের পর এক প্রশ্নে কোনঠাসা করছে বিরোধীরা। তখন নজরদারি কাণ্ডে বিশেষ তদন্ত কমিটি গঠন, আসলে মোদি সরকারের ওপর অতিরিক্ত চাপ বাড়ানোর কৌশল বলেই মনে করছে বিশেষজ্ঞমহল।
“লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালুর আগেই দুয়ারে নর্দমা প্রকল্প চালু হয়েছে”, রাজ্যবাসীকে জানালেন শুভেন্দু
উল্লেখ্য, গত ১৮ জুলাই পেগাসাস স্পাইওয়্যারের মাধ্যমে দেশের প্রভাবশালী ব্যক্তিদের ওপর নজরদারি চালাচ্ছে ভারত সরকার। এই ধরনের একটি খবর প্রকাশ করে ব্রিটিশ সংবাদত্র দ্য গার্ডিয়ান। জানা যায়, ৪০ জনেরও বেশি ভারতীয় সাংবাদিকের ফোন হ্যাক করা হয়েছে।
অভিযোগ, ওই সমস্ত সাংবাদিকের ফোন হ্যাক করে পেগাসাস স্পাইওয়্যারের মাধ্যমে নজরদারি চালাচ্ছিল নরেন্দ্র মোদি সরকার। ফরেনসিক টেস্টে এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেয়েছে।