রবীন্দ্রনাথের বাংলায় হিংসা, ভিটেছাড়া মানুষ, কুখ্যাত দুস্কৃতীদের তালিকায় শাসকদলের নেতা-মন্ত্রী- কমিশনের রিপোর্টের তুলোধনা মমতার
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মানবাধিকার কমিশনের কুখ্যাত দুষ্কৃতীর তালিকায় একাধিক তৃণমূল বিধায়কের নাম উঠে এসেছে। হাইকোর্টে পেশ করা জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টে রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক, উদয়ন গুহ, শেখ সুফিয়ান, পার্থ ভৌমিক, শওকত মোল্লা, জীবন সাহা, বিধায়ক খোকন দাসের নাম।
হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত বৃহত্তর বেঞ্চে ৫০ পাতার রিপোর্ট জমা দিয়েছে কমিশন। রিপোর্টে ভোট পরবর্তী হিংসা মোকাবিলায় রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। কলকাতা হাইকোর্টে জমা পড়া জনস্বার্থ মামলার ভিত্তিতে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, ভোট-পরবর্তী হিংসা সংক্রান্ত অভিযোগের তদন্ত করবে জাতীয় মানবাধিকার কমিশন।
২১ জুন সাত সদস্যের দল রাজীব জৈনের নেতৃত্বে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে হিংসায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে। তারপর চলতি সপ্তাহে হাইকোর্টে রিপোর্ট জমা দেয়। ওই রিপোর্টে কোনও স্বাধীন তদন্তকারী সংস্থাকে দিয়ে ভোট পরবর্তী হিংসার তদন্ত করানোর সুপারিশ করেছে কমিশন।
‘চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির’, রবীন্দ্রনাথের কবিতার এই লাইন উল্লেখ রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছে কমিশন। অভিযোগ, ২ মে ভোটের ফল ঘোষণার পর থেকে এরাজ্যে কয়েক হাজার মানুষ ঘরছাড়া। রবীন্দ্রনাথের মাটিতে শ্লীলতাহানি, খুন, ধর্ষণের মতো ঘটনা ঘটেছে। বিধানসভার ফল ঘোষণার পর বিভিন্ন ঘটনা ঘটেছে যা এই মাটির সম্মান নষ্ট করেছে।
WBJEE 2021: পরীক্ষার দিন পরীক্ষার্থী ও অভিভাবকদের স্টাফ স্পেশালে উঠতে দিতে হবে, রেলকে চিঠি রাজ্যের
কমিশনের রিপোর্টের পরই তীব্র প্রতিক্রিয়া দেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, ‘নির্বাচনের আগে হিংসার ঘটনার বিরোধিতা করি৷ ছোটো ছোটো কয়েকটা ঘটনা ঘটেছে৷ ভোটের সময় যখন সন্ত্রাস হয়েছে তখন দায়িত্বে কমিশন৷ আইনশৃঙ্খলা কমিশনের দায়িত্বে ছিল৷ কমিশনের নামে মিথ্যা রিপোর্ট দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে৷’
তাঁর প্রশ্ন, ‘মানবাধিকার কমিশন আদালতে রিপোর্ট জমা দিয়েছে৷ তাহলে সংবাদমাধ্যমের কাছে লিক হল কী করে?’ মমতা বলেন, ‘কারা করেছে জানি৷ কিন্তু বলব না৷ যা বলার আদালতে বলব৷’
আদালতের পর্যবেক্ষণ তদন্ত ছাড়াও ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করে দ্রুত মামলার বিচারপ্রক্রিয়া শেষ করার দাবি জানিয়েছে। রাজ্যের ভূমিকার নিন্দা করে কমিশন অভিযোগ করেছে, অপরাধীদের গ্রেফতার না করা একটা ভয়ঙ্কর প্রবণতা। যা একেবারেই কাম্য নয়। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ারও সুপারিশ করা হয়েছে।