জঙ্গি সন্দেহে মুর্শিদাবাদ থেকে গ্রেফতার আরও এক
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সোমবার মুর্শিদাবাদ আরও একজনকে জঙ্গি সন্দেহে গ্রেফতার করল এনআইএ। মুর্শিদাবাদের রানিনগর থেকে গ্রেফতার হওয়া ব্যক্তির নাম আবদুল মোমিন মণ্ডল। এর আগে জঙ্গি সন্দেহে দেশের মধ্যে ১১ জনকে গ্রেফতার করা হয়েছিল। এর মধ্যে পশ্চিমবঙ্গ থেকে ৮ জন এবং কেরল থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়। প্রত্যেকেই পাক মদতপুষ্ঠ জঙ্গিগোষ্ঠি আলো কায়দায় সদস্য বলে দাবী করা হয়েছিল।
গত সেপ্টেম্বর মাসেই মুর্শিদাবাদ জেলা থেকে ছয় জনকে গ্রেফতার করে এনআইএ। এছাড়াও জঙ্গি সন্দেহে মুর্শিদাবাদ থেকে আরও একজনকে গ্রেফতার করে বিএসএফ।
এনআইএ সূত্রের খবর, মুর্শিদাবাদ থেকে গ্রেফতার হওয়া সন্দেহভাজন ব্যক্তিদের জেরা করেই আবদুলের খোঁজ পায় জাতীয় তদন্তকারী সংস্থা। ধৃতের কাছ থেকে বেশ কিছু কাগজপত্র মেলে। সেইসব সুত্র ধরেই জিজ্ঞাসাবাদ শুরু করে রাণিনগর থানার পুলিশ। কিন্তু অসঙ্গতি মেলায় সন্দেহ হয় পুলিশের। গ্রেফতার করে এনআইএ। আবদুলের বাড়িতে তল্লাশি করে বেশ কিছু নথি উদ্ধার করেছে গোয়েন্দা সংস্থা।
32-year-old Al-Qaeda conspirator arrested in connection with the Al-Qaeda case of West Bengal & Kerala. The case pertains to a group of terrorists who were planning to carry out terrorist activities at different locations in India: NIA pic.twitter.com/ZBCksQhUAT
— ANI (@ANI) November 2, 2020
এনআইএর দাবি, গোপনে আলো কায়দার প্রচার অভিযান চালাতো আবদুল। এছাড়াও বোমা তৈরিতে ওস্তাদ ছিল সে। এনআইএর তরফে জানানো হয়েছে, খুব শীঘ্রই আবদুলকে দিল্লিতে নিয়ে গিয়ে বাকি জনের মুখোমুখি জেরা করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
এনআইএ সূত্রের খবর, হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ রাখত প্রত্যেকে। গত সেপ্টেম্বর মাসে মুর্শিদাবাদ থেকে ৬ জনকে গ্রেফয়াত্রের পর হোয়াটসঅ্যাপ গ্রুপের সুত্র ধরে অন্যদের খোঁজা শুরু করে এনআইএ। সেখান থেকেই আবদুল মোমিন মন্ডলের খোঁজ মেলে।
এনআইএর দাবী পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যের সন্দেহের তালিকায় রয়েছেন বেশ কিছু জন। যদিও রাজ্যের এই ইস্যুকে হাতিয়ার করে শাসক দলের বিরুদ্ধে সোচ্চার হয়েছে বিরোধী দলগুলি। ২১ এর নির্বাচনের আগে একের পর এক ঘটনা শাসক দলকে অস্বস্তিতে ফেলবে বলে মনে করছে রাজনৈতিক মহল।