বড়দিনের আগেই শহরে চালু হচ্ছে রাত্রিকালীন বাস পরিষেবা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা আবহে দীর্ঘ সময় বন্ধ থাকার পর বড়দিনের আগেই ফের একবার শহরে রাত্রিকালীন বাস পরিষেবা শুরু হচ্ছে। আগামী ২৩ ডিসেম্বর থেকে এই পরিষেবা শুরু হবে বলে পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন।তিনি জানান, হাওড়া, জোকা, বারাসাত ও গড়িয়া থেকে বাস পরিষেবা মিলবে।
পাশাপাশি সল্টলেক করুনাময়ীতে শ্লীলতাহানি কাণ্ডের পর সেখানে রাতে বিশেষ বাসের ব্যবস্থা করা হচ্ছে বলে পরিবহন মন্ত্রী জানান। তিনি বলেন দূরপাল্লার বাস গুলি রাতে ঢোকার ফলে অনেক সময়ই সল্টলেক করুণাময়ী থেকে অন্যান্য জায়গায় যাওয়ার বাস বা যানবাহন পাওয়া যায় না।
সেক্ষেত্রে এই বাস তাদেরকে শহরের এমন একটি জায়গা পর্যন্ত পৌঁছে দেবে যেখান থেকে যাত্রীরা সহজেই কোনো যানবাহন পেয়ে যেতে পারেন। তবে এই বাসগুলি কোন রুটে চলবে এবং কবে থেকে তা কার্যকরী হবে এই বিষয়ে তিনি কিছু জানান নি।
শুধু বাস নয়, বড়দিন থেকে বাড়ছে মেট্রোর সংখ্যাও। কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রী সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মেট্রোর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এখন সোম থেকে শুক্রবার পর্যন্ত দিনে ২৭২টি মেট্রো চলে। ২৫ ডিসেম্বর থেকে এই সংখ্যাটা বেড়ে হবে ২৭৬। অর্থাৎ দু’জোড়া মেট্রো বাড়বে।
কোথায় কোথায় হবে কলকাতা পুরসভার নির্বাচনের ভোট গণনা?
সপ্তাহে পাঁচদিন (সোম-শুক্রবার)পাঁচ মিনিট অন্তর চলবে মেট্রো। শনিবারও বাড়ছে মেট্রোর সংখ্যা। বর্তমানে এই দিন ২৩০ টি মেট্রো চলে। সেই সংখ্যাটা বেড়ে হবে ২৪০। ফলে শনিবার ৭ মিনিট অন্তর মিলবে মেট্রো। তবে দিনের প্রথম ও শেষ মেট্রোর সময় বদল হচ্ছে না।
সরকার আগেই জানিয়েছিল, ২৪ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত শিথিল করা হচ্ছে রাজ্যের কোভিডবিধি। থাকবে না রাত্রিকালীন কারফিউ-ও। এমনকী, রাতভর খোলা রাখা যাবে হোটেল, রেস্তরাঁ, বার-ও। এতদিন রাত ১১টার মধ্যে বার-রেস্তরাঁ বন্ধ করে দেওয়া হচ্ছিল। বড়দিন ও নববর্ষের কথা মাথায় রেখে নিয়মবিধি শিথিল করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।