২০ মার্চ নির্ভয়া দোষীদের সাজা ঘোষণা করল আদালত

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ২০ মার্চ ভোর সাড়ে পাঁচটায় নির্ভয়া খুনে চার দোষীকে ফাঁসির ঘোষণা করল দিল্লি আদালত। ২০১২ সালের ১৬ ডিসেম্বর একজন মেডিকেল ছাত্রীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় চারজনকে ফাঁসির সাজা দিল আদালত। এই নিয়ে চারবার দোষীদের ফাঁসি ঘোষণা করল দিল্লি আদালত। 

 

আদালতের দেওয়া দিনেই দোষীদের ফাঁসি আশা করছেন নির্ভয়ার মা আশা দেবী।  

বুধবার পবন গুপ্তার প্রাণভিক্ষার আবেদন খারিজ করে দেন পবন গুপ্তা। তার আগে বাকি তিন অপরাধী অক্ষয় ঠাকুর, বিনয় শর্মা এবং মুকেশ সিংয়ের প্রাণভিক্ষার আবেদন খারিজ করে দেওয়া হয়। 

অপরাধীদের ক্ষমার আর কোনও রাস্তা নেই সাফ জানিয়ে দেয় দিল্লি সরকার। এরপরেই চার দোষীর ফাঁসির দিন ঘোষণা করেন বিচারপতি ধর্মেন্দ্র রানা। এই মুহুর্তে চার অপরাধী তিহাড় জেলে রয়েছে। তিহাড় জেলের পক্ষ থেকে দিন পাওয়ার পরেই ২০ মার্চ সকাল সাড়ে ৫ টায় দিন ঘোষণা করে আদালত । 

সম্পর্কিত পোস্ট