NIRF : এক ধাপ এগিয়ে গেল রাজ্যের দুই বিশ্ব বিদ্যালয়

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক পরিচালিত ন্যাশনাল ইনস্টিটউশনাল (এনআইআরএফ) র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে গেল রাজ্যের দুই বিশ্ব বিদ্যালয়।

গত বছর তাদের নাম তালিকার দ্বাদশ ও ত্রয়দশ স্থানে ছিল তারা। কিন্তু এবার একধাপ উপরে ওঠে একাদশ ও দ্বাদশ স্থানে পৌঁছে গিয়েছে। এই দুই বিশ্ববিদ্যালয় হল কলকাতা ও যাদবপুর।

গত বছর কলকাতা বিশ্ববিদ্যালয়ে র‌্যাঙ্ক ছিল দ্বাদশ। সেখানেই একধাপ উঠে একাদশে রয়েছে এই বিশ্ববিদ্যালয়। উলটো দিকে যাদবপুর ত্রয়দশ থেকে দ্বাদশে এসছে।

দেশের একশো বিদ্যালয়ের তালিকায় একাদশ ও দ্বাদশ স্থানে রয়েছে কলকাতা এবং যাদবপুরের বিশ্ববিদ্যালয়।

রাজ্য করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, সরকারের ঔদাসীন্য ও প্রশাসনিক গাফিলতিকেই দুষলেন বামেরা

পঠনপাঠনে সুনাম, ছাত্র-শিক্ষক অনুপাত, শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা যে সব সংস্থায় চাকরি পান সেগুলির মান, প্রতিটি গবেষণাপত্রের সাইটেশন কত, শিক্ষক এবং আন্তর্জাতিক পড়ুয়ার সংখ্যা কত-এমন একাধিক মাপকাঠিতে প্রতি বছর দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলির একটি তালিকা প্রকাশ করা হয়। যার নাম ন্যাশনাল র‌্যাঙ্কিং ফ্রেম ওয়ার্ক।

বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে ২০২১ সালের তালিকা। তাতে প্রথম একশোর মধ্যে জায়গা করে নিয়েছে নামি দামী প্রতিষ্ঠান। এর মধ্যে কেন্দ্রীয় সরকার পরিচালিত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি রাজ্য সরকারের প্রতিষ্ঠানও রয়েছে।

সম্পর্কিত পোস্ট