করোনা আক্রান্ত নির্মল ঘোষ ও মদন মিত্র, রয়েছেন আইসোলেশনে

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মন্ত্রী সুজিত বসু ও বিধায়ক তমোনাশ ঘোষের পর এবার করোনা আক্রান্ত হলেন বিধানসভায় তৃণমূল কংগ্রেসের মুখ্য সচেতক নির্মল ঘোষ। দিন কয়েক আগে করোনা ধরা পড়েছিল ছেলের। এবার করোনা সংক্রমণ মিলল বিধায়ক বাবার শরীরেও। করোনা সংক্রমিত পানিহাটির তৃণমূল বিধায়ক।

ছেলের করোনা সংক্রমণ ধরা পড়ার পর গোটা পরিবারের করোনা পরীক্ষা হয়েছিল। সেই পরীক্ষায় ধরা পড়েছে বিধায়কের করোনা। যদিও পরিবারের বাকি সবার রিপোর্ট নেগেটিভ।

দিন কয়েক আগে আমফান বিধ্বস্ত এলাকা থেকে ত্রাণ দিয়ে ফেরেন নির্মল ঘোষের ছেলে। তার পর থেকেই অসুস্থ হয়ে পড়েন তিনি। বৃহস্পতিবার তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভারত চীন সীমান্তে সংঘর্ষ, শহীদ ৩ ভারতীয় সেনা, পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে বৈঠকে সেনাপ্রধানরা

পরিবার সূত্রে জানা গিয়েছে, দিন কয়েক আগে সন্দেশখালি থেকে ত্রাণ বিলি করে ফেরেন ওই যুব তৃণমূল নেতা। তার পর থেকেই তাঁর জ্বর ও কাশির মতো উপসর্গ দেখা দেয়। এর পর হোম কোয়ারেন্টাইনে থেকে পার্টির কাজ করছিলেন তিনি।

চিকিৎসকের পরামর্শে তিনি করোনা পরীক্ষা করান। তাতে রিপোর্ট পজিটিভ এসেছে। এদিন নির্মলবাবুকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার অবস্থা স্থিতিশীল।

একইভাবে করোনা সংক্রমণ এবার মদন মিত্রর বাড়িতেও। জানা গিয়েছে তৃণমূল নেতার বাড়ির পরিচারিকা করোনায় আক্রান্ত হয়েছেন। রবিবার তাঁর লালারস পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।

তারপর থেকে তাঁর কামারহাটির বাড়িতে হোম আইসোলেশনে চলে যান মদন মিত্র। যদিও তাঁর শরীরে করোনার কোনও উপসর্গ নেই বলেই জানিয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী।

সম্পর্কিত পোস্ট