আগামী অগাষ্টেই ‘‌এক দেশ, এক রেশন কার্ড’‌ ঘোষণা অর্থমন্ত্রীর

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ  লকডাউনের প্রথম থেকেই আমরা দেখা গেছে এক রাজ্য থেকে অন্য রাজ্যে হেঁটে চলেছে পরিযায়ী শ্রমিকেরা। তাদের হাতে টাকা নেই, সঙ্গে খাবার নেই, নেই আশ্রয়। বারবার প্রশ্ন উঠেছে এক্ষেত্রে সরকারের ভূমিকা নিয়ে। অবশেষে মোদীর প্যাকেজ ঘোষণার পর দ্বিতীয় দিনে অর্থমন্ত্রীর ঘোষণায় উঠে এল সেই শ্রমিকদের কথা।

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে শ্রমিকদের সাহায্যের বার্তা দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আগামী দু’মাস সব পরিযায়ী শ্রমিকদের বিনামূল্যে খাবার দেওয়ার কথা বলেন তিনি। তাদের প্রত্যেককে পাঁচ কেজি করে চাল বা গম ও এক কেজি ডাল দেওয়া হবে। বিপিএল কার্ড না থাকলেও এই খাবার বিনামূল্যে পাবেন তাঁরা।

‘‌এক দেশ, এক রেশন কার্ড’‌। এই ব্যবস্থায় দেশের নাগরিকরা যে প্রান্তেই থাকুন না কেন, স্থানীয় রেশন দোকানে গিয়ে তিনি রেশন-সামগ্রী সংগ্রহ করতে পারবেন। পরিযায়ী শ্রমিক বা গরিব মানুষ যাতে প্রয়োজনীয় রেশন পান, তার জন্যই কেন্দ্রের এই তৎপরতা বলে জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বুধবারের পর বৃহস্পতিবারও প্রধানমন্ত্রীর ঘোষণা করা ২০ লক্ষ কোটির প্যাকেজের বরাদ্দ নিয়ে একগুচ্ছ ঘোষণা করেন সীতারমন।

নোটবন্দী-জিএসটি- মেট্রোয় ভাঙনের পর করোনা, কবে স্বাভাবিক ব্যবসায় ফিরবে জানে না স্বর্ণশিল্পের আতুঁরঘর বউবাজার

সেই ঘোষণার পাশাপাশি ‘এক দেশ, এক রেশন কার্ড’ নিয়েও কেন্দ্রের পরিকল্পনা জানান তিনি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, আগামী অগাস্ট মাসের মধ্যেই দেশের একটি বড় অংশের মানুষকে ‘এক দেশ, এক রেশন কার্ড’-এর আওতায় আনা সম্ভব হবে। ২০২১ সালের মার্চ মাসের মধ্যে গোটা দেশের রেশন ব্যবস্থা খোলনলচে বদলে ফেলা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

সীতারামন আরও জানিয়েছেন, ‘আট কোটি পরিযায়ী শ্রমিক বিনামূল্যে খাবার পাবে। সব খরচ বহন করবে কেন্দ্র। পুরো স্কিমের জন্য খরচ হবে ৩৫০০ কোটি টাকা। সেই খাবার রাজ্য সরকারের মাধ্যমে সরবরাহ করা হবে। এজেন্সি তৈরি করে রাজ্য সরকারগুলিকে পরিযায়ী শ্রমিকদের চিহ্নিত করতে হবে।’

সম্পর্কিত পোস্ট