নির্মলার বাজেটের খাতায় রাম মন্দির , আয়ুষ্মান ভারতের অন্তর্গত আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা
Budget 2024 : সংসদে বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ‘সবকা সাথ সবকা বিকাশ’-এর পর বাজেটের মূল মন্ত্র এবারের মন্ত্র ‘সর্বস্তরে বিকাশ ও সামাজিক ন্যায়’।।
১. এবার বাজেট পেশের শুরুতেই রাম মন্দিরের উল্লেখ নির্মলার। জানালেন, রাম মন্দির উদ্বোধনের পরই নয়া প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। যেখানে সৌরশক্তির সুবিধা ১ কোটি বাড়িকে। বাড়ির ছাদে সৌরপ্যানেল লাগানোর ব্যবস্থা করবে কেন্দ্র। ১ কোটি পরিবারকে ৩০০ ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ প্রতি মাসে।
২. আয়ুষ্মনা ভারতের অন্তর্গত আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরাও। মধ্যবিত্তদের জন্যও আবার প্রধানমন্ত্রী আবাস যোজনা। আগামী ৫ বছরে তৈরি হবে ২ কোটি বাড়ি। এবারের বাজেটে গুরুত্ব পাবেন-মহিলা, যুব, কৃষক এবং গরিবরা। প্রধানমন্ত্রীর জনধন যোজনার অন্তর্গত কয়েক লক্ষ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়া হয়েছে।
৩. দেশজুড়ে এক দেশ এক কর ব্যবস্থা লাগু করা গিয়েছে। জিএসটির কার্যকর করার ফলে বেড়েছে আয়। দাবি অর্থমন্ত্রীর। বাজেট ভাষণে নির্মলার মুখে খুদে দাবাড়ু প্রজ্ঞানন্দের নাম। ক্রীড়াজগতের সাফল্যগাথা উঠে এল তাঁর বক্তব্যে। সেই সঙ্গে ২০৪৭-এর মধ্যে উন্নত দেশ হবে ভারত, দাবি নির্মলার। একইসঙ্গে কেন্দ্র সরকার দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালাচ্ছে বলে দাবি অর্থমন্ত্রী।
৪. কৃষকদের আয় বাড়ানো হবে। প্রধানমন্ত্রী কিষাণ সম্পদ যোজনা ৩৮ লাখ কৃষক উপকৃত হয়েছেন। মাইক্রো ফুড প্রসেসিংয়ে ক্রেডিট লিঙ্কেজ করা হবে। উৎপাদন ও আয় বাড়ানো হবে কৃষকদের। এর জন্য মর্ডান স্টোরেজ, প্রাইভেটাইজেশন করা হবে। যুব সম্প্রদায়ের উপরে আমাদের উন্নয়ন নির্ভর করছে। পিএম শ্রী উন্নত শিক্ষা দিচ্ছে। পিএম স্কিলের অধীনে ১.৪ কোটি পড়ুয়াকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।