বিধায়ক পদ থেকে ইস্তফা নিশীথ-জগন্নাথের, ২ হাজারের কম ভোটে হারা আসনে পুনর্গণনার দাবি দিলীপ ঘোষের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন বিজেপি দুই নবনির্বাচিত বিধায়ক নিশীথ প্রামানিক এবং জগন্নাথ সরকার। এদিন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে গিয়ে প্রথামাফিক পদত্যাগপত্র দিয়েছেন দিনহাটার বিধায়ক নিশীথ প্রামানিক এবং শান্তিপুরের বিধায়ক জগন্নাথ সরকার। দুই বিধায়কের পদত্যাগের পর বিজেপির বিধায়ক সংখ্যা কমে দাঁড়াল 75।
পদত্যাগপত্র জমা দেওয়ার পর এদিন তাঁরা জানান, দেশ আগে। তাই কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ অনুযায়ী পদত্যাগ করেছেন তারা। আগামীদিনের সাংসদ হিসেবেই এলাকার উন্নয়নে শামিল থাকবেন দুজনে।
উল্লেখ্য এই দুই বিধায়কের পদত্যাগপত্র জমা দেওয়ার সঙ্গে সঙ্গেই স্পষ্ট হয়ে গেল আগামী ৬ মাসের মধ্যে উপনির্বাচন হবে এই দুই কেন্দ্রে।
প্রসঙ্গত 2021 এর বিধানসভা নির্বাচনে রাজ্যজুড়ে আশানুরূপ ফলাফল করতে পারেনি বিজেপি। উল্টোদিকে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে তৃণমূল। তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ভোট প্রচারে ঝড় তুললেও ব্যালট বাক্সে সেভাবেই ঝড় তুলতে পারেনি গেরুয়া শিবির। তাই শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। সেখানেই দেখা যায় বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রের দুই হাজারেরও কম ভোটে হেরে গিয়েছেন বিজেপি প্রার্থীরা।
করোনা আক্রান্তের পাশে দাঁড়াতে “দুয়ারে অক্সিজেন” পরিষেবা চালু চেতলা অগ্রোণীর
এবার এই বিষয়ই কোর্টে যাওয়ার ভাবনাচিন্তা রয়েছেন বিজেপির। এমনটাই জানিয়েছেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি জানিয়েছেন, বহু বিধানসভা কেন্দ্রে দুই হাজারের কম ভোটে পরাজিত হয়েছেন বিজেপি প্রার্থীরা। মনে করা হচ্ছে গণনায় কারচুপি হয়েছে। পুনর্গণনার দাবিতে আদালতে যাব আমরা।
তিনি আরো জানান, পশ্চিম মেদিনীপুর সহ বেশ কয়েকটি জেলায় লোকসভা নির্বাচনে ব্যাপক ফলাফল ছিল বিজেপির। তবে বিধানসভা নির্বাচনে সেইসব এলাকায় হেরে গিয়েছে বিজেপি প্রার্থীরা। পাশাপাশি পুনর্গণনায় জয়ী হয়েছেন ময়নার বিজেপি প্রার্থী অশোক দিন্দাও।
ফল প্রকাশের এক সপ্তাহ পর থেকেই বাকযুদ্ধে নেমে পড়েছে যুযুধান দুই বিরোধী পক্ষ। অন্যদিকে বিজেপির বিরোধী দলনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন শুভেন্দু অধিকারী। করোনার কারণে স্থগিত রয়েছে অধিবেশন। সব মিলিয়ে ভোট মিটলেও অব্যাহত রাজনৈতিক তরজা।