নীতি আয়োগ রিপোর্টে দেশের সেরা রাজ্য CPIM শাসিত কেরল
বাম শূন্য বঙ্গে বিমান সূর্যর মুচকি হাসি
দ্য কোয়ারি ডেস্ক: নীতি আয়োগের রিপোর্ট ২০২০-২০২১ অনুযায়ী, দেশের সেরা রাজ্য কেরল। সব থেকে পিছিয়ে থাকা রাজ্য বিহার। এই রিপোর্টে পশ্চিমবঙ্গের স্থান প্রথম তিনে নেই।
নীতি আয়োগ রিপোর্ট দেখে সদ্য বিধানসভার ভোটে বাম শূন্য বঙ্গে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের বুক গর্বে ফুলে উঠেছে। দেশের একমাত্র বামসরকার রয়েছে কেরলেই। সেখানে পরপর দুবার সরকার ধরে রেখেছে সিপিআইএম নেতৃত্বে চলা এলডিএফ।
নীতি আয়োগ রিপোর্টে দ্বিতীয় স্থানে হিমাচল প্রদেশ এবং তামিলনাড়ু। তৃতীয় অন্ধ্রপ্রদেশ, গোয়া, কর্ণাটক, উত্তরাখণ্ড। শেষের দিক থেকে তিন রাজ্য অসম, ঝাড়খণ্ড এবং বিহার।
বিহারের পরিসংখ্যান নিয়ে বিজেপির দিকে কটাক্ষ শুরু করেছে বিরোধীরা। কারণ তারা বিহারে নীতীশ কুমার সরকারের শরিক। আবার কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারের শরিক নীতীশের জেডিইউ। বিহারে ডবল ইঞ্জিন সরকারের এমন বেহাল পারফরম্যান্স বিরোধীদের হাতে তুলে দিয়েছে নতুন অস্ত্র।