নির্বাচনী প্রচারের স্লগ ওভারে যোগী বনাম নীতিশ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ পুরোদমে চলছে শেষ দফার নির্বাচনের প্রচার । তারকা প্রচারকের ভূমিকায় উপস্থিত হয়েছেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বিজেপির হয়ে প্রচার করলেও বিহারের এনডিএর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নীতিশ কুমার। নির্বাচনী মঞ্চ থেকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এমন এক কথা বলে বসলেন যা নীতিশ কুমারের না পসন্দ।

বুধবার কাটিহারে একটি জনসভায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, আমি জানি কাটিহার এবং তার আশেপাশের এলাকায় অনুপ্রবেশকারীদের একটি বিরাট সমস্যা রয়েছে। ভারতে অল্প সংখ্যকদের বসবাস রয়েছে। যারা দীর্ঘ সময় ধরে ভারতের মধ্যে থেকে সুবিধা তুলছে। বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানে যেসমস্ত অল্প সংখ্যকরা প্রতারিত হচ্ছে তাদের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন আইন এনেছেন। কিন্তু যদি অনুপ্রবেশকারীরা দেশের কোনও সুরক্ষাকে বিঘ্নিত করতে চায়, তাহলে মোদি সরকার তাঁদেরকে দেশের বাইরে বের করে দেবে।

আদা-কাঁচকলায় সম্পর্ক ঘুচিয়ে সরকার গঠনে একজোট নীতিশ-মোদি

যোগী আদিত্যনাথের এই মন্তব্যে বেজায় চটেছেন নীতিশ। বিজেপি এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়ান বিহার এনডিএর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নীতিশ কুমার। জেডিইউয়ের প্রচারমঞ্চ থেকে তিনি বলেন, কারা এসমস্ত ভ্রান্ত প্রচার চালাচ্ছে যে জনগণকে বাইরে বের করে দেওয়া হবে? কারোর সেই ক্ষমতা নেই। সকলেই এই দেশের আর সকলেই ভারতীয়।

 

কারা এই সমস্ত কথা কথা বলে? দেশের মধ্যে ঐক্যতা, ভাতৃত্ববোধ এবং সাদৃশ্যতা বজায় রাখাই আমাদের কাজ। এই সমস্ত মানুষ বিভাজনের কথা বলা ছাড়া আর কিছুই বলতে পারেন না।

টুইট করে বিহারের মুখ্যমন্ত্রী বলেন, এটা আমাদের কাজ সবাইকে সঙ্গে করে নিয়ে চলা। তবেই বিহারের উন্নতি সম্ভব। নাম না করেও নীতিশ আসলে কি বোজাহতে চাইছেন তা বোঝাই যাচ্ছে।

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, বিহারের যাওদব এবং মুসলিম ভোটের ওপর ভর করেই রাজনীতির অঙ্ক পাল্টাতে চাইছে জেডিইউয়ের মূল প্রতিদ্বন্দ্বী আরজেডি। সেইসঙ্গে চাকরীর ইস্যুতেও পাল্লাভারি হয়েছে তাঁদের। তাই এই মুহুর্তে এনডিএর তরফে কোনও আলটপকা মন্তব্য করে ভোট ব্যাঙ্ক হাতছাড়া করতে চান না নীতিশ কুমার। তাই বাধ্য হয়েই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বয়ানের পাল্টা জবাব দিতে হয়েছে তাঁকে।

সম্পর্কিত পোস্ট