Bihar Cabinet issue: বিজেপির চাপে শরিক নেতাকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দিলেন নীতিশ

দ্য কোয়ারি ওয়েবডেস্ক: বিজেপিকে বিশ্বাস করার খেসারত দিলেন বলিউডের সেট ডিজাইনার মুকেশ সাহানি (Mukesh Sahani)। ২০২০ এর বিহার বিধানসভা ভোটের পর তাঁর দল এনডিএকে সমর্থন করেছিল বলেই তারা বিহারের ক্ষমতা ধরে রাখতে পারে।

 

All India Trade Union strike: ভারত বনধ সফল করতে প্রস্তুত বামেরা, জনজীবন স্বাভাবিক রাখতে প্রস্তুত রাজ্য‌ও

এদিকে মুকেশ সাহানি বলিউড ছেড়ে নীতিশ কুমার (Nitish Kumar) সরকারের পশুপালন ও মৎস দফতরের ক্যাবিনেট মন্ত্রী হন। কিন্তু সম্প্রতি তাঁর দল বিকাশশীল ইনসান পার্টিতে বড় ভাঙন ধরানোর পর মুকেশ সাহানিকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দিতে নীতিশের উপর চাপ তৈরি করে বিজেপি। বড় শরিকের প্রবল চাপে বাধ্য হয়ে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সেই সিদ্ধান্ত মেনে নেন। রাজ্যপালকে চিঠি লিখে মুকেশ সাহানিকে মন্ত্রিসভা থেকে বহিষ্কারের সুপারিশ করেন।

গত বিধানসভা নির্বাচনে মুকেশ সাহানির বিকাশশীল ইনসান পার্টি বিহারে চারটি আসনে জয়ী হয়েছিল। কিন্তু গত ২৩ মার্চ তাদের তিন জন বিধায়ক দল ছেড়ে বিজেপিতে যোগ দেয়। এদিকে পরিষদীয় আইন মেনে দুই-তৃতীয়াংশের বেশি বিধায়ক একসঙ্গে দল ছাড়ায় তাদের বিধায়ক পদ খারিজ হয়নি। বর্তমানে মুকেশ সাহানি বিকাশশীল ইনসান পার্টির একমাত্র বিধায়ক।

এরপরই রাজ্যের উপমুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান বিজেপি নেতা তারকিশোর প্রসাদ (Tarkishore Prasad) মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে চিঠি লিখে মুকেশ সাহানিকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়ার জোরাল দাবি তোলেন। নীতিশ চেষ্টা করেছিলেন মুকেশের গদি বাঁচাতে। কিন্তু কোনও লাভ হয়নি। শেষ পর্যন্ত বড় দাদা বিজেপির চাপে বাধ্য হয়ে রবিবার সন্ধেয় রাজ্যপালের কাছে চিঠি পাঠিয়ে তাঁকে মন্ত্রিসভা থেকে বহিষ্কারের সুপারিশ করেন। সূত্রের খবর রাজ্যপাল সুপারিশ মেনে নিয়েছেন।

মুকেশ সাহানি সম্ভবত আর এনডিএতে থাকবেন না। বিহারের রাজনৈতিক মহল সূত্রে খবর, তিনি দ্রুত তেজস্বী যাদবের (Tejashwi Yadav) সঙ্গে দেখা করে আরজেডিকে সমর্থন করতে পারেন।

সম্পর্কিত পোস্ট