সম্পর্কে ভাঙ্গন, প্রশান্ত কিশোরকে বহিষ্কার করলেন নিতীশ কুমার
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বেশ কিছুদিন ধরেই দু’পক্ষের মধ্যে শুরু হয় বনিবনা। যে কারণেই সম্পর্ক ক্রমশ তলানিতে গিয়ে ঠেকেছিল। শেষমেশ প্রশান্ত কিশোরকে দল থেকে বের করে দিলেন নিতীশ কুমার।
নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ সভাপতি নিতীশ কুমারের সঙ্গে দলের সহ সভাপতি প্রশান্ত কিশোরের মত বিরোধ তৈরি হয়। এমনকি সাংবাদিকদেড় সম্মুখীন হয়ে নিতীশ কুমারকে বলতে শোনা যায় অমিত শাহের কথায় তাঁকে দলে নেওয়া হয়েছিল। এমনকি নাম না করেই বলে বসেন প্রশান্ত যদিও দলে না থাকতে চায় ভালো, না থাকতে চাইলে আরও ভালো।
আরও পড়ুনঃ #BUDGET_2020: “আচ্ছে দিন” -এর স্বপ্ন দেখছে ভারত
যদিও জেডিইউয়ের সঙ্গে তাঁর সম্পর্ক প্রকাশ্যে আনায় বেশ চটে যান নির্বাচনী স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর। বুধবার বিকেলে তাঁকে বহিষ্কার করে জেডিইউ। প্রশান্তকে করোনা ভাইরাস বলে কটাক্ষ করেন জেডিইউ নেতা অজয় অলোক। তিনি আরও বলেন, প্রশান্তের ওপর দলের কোনও বিশ্বাসযোগ্যতা নেই। কিভাবে একটি দলের সহ-সভাপতি হয়ে তৃণমূল, ডিএমকে, আম আদমির মত দলের জন্য কাজ করে প্রশান্ত? প্রশ্ন তোলেন একাধিক জেডিইউ নেতৃত্ব।
রাজনৈতিক মহলের মতে, সামনেই দিল্লির নির্বাচন। তারপর বাংলা এবং বিহারের নির্বাচন। দিল্লির নির্বাচনে ভরাডুবি ভাবাতে পারে এনডিএ জোটকে। পরে বাংলা এবং বিহার হাতের বাইরে চলে গেলে বিপদে পড়তে হতে পারে মোদি অমিত শাহকে। তাই প্রশান্তকে ছাড়া এখনই থেকে ঘুটি সাজাচ্ছেন রাজনৈতিক নেতারা।