মন্ত্রীসভার অঙ্ক মিললে সোমবার শপথ নীতিশের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী পদের হিসাব সোজা হলেও মন্ত্রীপদে কারা বসবেন সেই হিসাব এখনও মিলছে না বিহারে। সমস্ত কিছু ঠিকঠাক থাকলে সোমবার ফের বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নীতিশ কুমার।
২০১৫ এর তুলনায় ২০২০ এর বিধানসভা নির্বাচনে আসন সংখ্যা কমে যায় জেডিইউয়ের। মাত্র ৪৩ টি আসনে জয়লাভ করে নীতিশ কুমারের দল। তাই নীতিশ কুমারের মুখ্যমন্ত্রী পদ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। কিন্তু বুধবার সেই প্রশ্নচিহ্নের উত্তর দিয়ে দেন বিজেপি নেতা সুশীল মোদি। নীতিশ কুমারই মুখ্যমন্ত্রী পদে থাকবেন স্থির করে দেন বিজেপি নেতৃত্ব। সূত্রের খবর, নীতিশ কুমারের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন কেন্দ্রীয় নেতৃত্ব। যদিও গোটা অনুষ্ঠান স্বাস্থ্যবিধি মেনেই করা হবে বলে জানা গিয়েছে।
সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে ১২৫ আসন পেয়ে ক্ষমতায় এল এনডিএ। যার দুরত্ব ম্যাজিক ফিগার ১২২ তুলনায় খুবই কম। এনডিএর হয়ে সর্বাধিক আসন পায় বিজেপি। বিহার থেকে বিজেপির ৭৪ টি আসন জানিয়ে দেয় অন্যান্যবারের তুলনায় এবার বিহারে পদ্মের চাষ বেড়েছে। জেডিইউ ছাড়াও এনডিএ শিবিরে ৪ টি করে আসন পেয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী জীতেন রাম মাঝীর হিন্দুস্থানী আওয়ামী মোর্চা এবং বিকাশশীল ইনসান পার্টি। নয়া মন্ত্রকের জায়গা পেতে পারেন দুই দলের বিধায়করাও। তবে স্পিকার পদে কে বসবেন তা এখনও স্থির হয়নি।
এই নিয়ে সপ্তমবার বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নীতিশ কুমার। কিন্তু এবারের এনডিএ শিবিরে থেকে দল পরিচালনা করা নীতিশ কুমারের জন্য একটু কঠিন হবে বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ, মুখ্যমন্ত্রী পদে নীতিশ কুমার বসলেও বিজেপির তরফে তোলা প্রস্তাব নিয়ে প্রশ্ন উঠতে পারে একাধিকবার। সেইসঙ্গে নীতিশ কুমারকে কটাক্ষ করে এনডিএ শিবিরের শরিক এলজেপি প্রধান চিরাগ পাসোয়ানের একাধিক মন্তব্য নীতিশের জন্য অস্বাস্তির কারণ হতে পারে।
এনডিএ শিবিরের অনেকের মতে, জেডিইউয়ের বিরুদ্ধে প্রার্থী দেওয়ার কারণে আসন সংখ্যা কমেছে জেডিইউয়ের। সেইসঙ্গে নির্বাচনী ময়দানে ফায়দা তুলেছে আরজেডি। তাই এবারের নির্বাচনে ৭৫ টি আসন পেয়ে একক বৃহত্তম দল হিসাবে নিজেদের প্রমাণিত করতে পেরেছে তাঁরা।