১৫ জন নেতাকে বহিষ্কার করল নীতিশ কুমারের দল
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ নির্বাচনী গন্ধে বুঁদ হয়ে রয়েছে পড়শী রাজ্য। নির্বাচনী রণনীতি সাজাতে ব্যস্ত প্রতিটি দল। এরই মধ্যে দলবিরোধী কার্যকলাপের জেরে ১৫ জন নেতাকে ৬ বছরের জন্য বহিষ্কার করল জনতা দল ইউনাইটেড।
নির্বাচনের আগেই এনডিএ শিবিরে একটি বড়ো ভাঙনের আশঙ্কা দেখা দেয়। এনডিএ শিবিরে থেকেও নীতিশ কুমারের বিরুদ্ধে ঘুটি সাজান লজপা প্রধান চিরাগ পাসোয়ান।
এরই মধ্যে বেশ কিছু নেতা বিজেপি ছেড়ে লজপাতে এসেছেন শুধুমাত্র নির্বাচনী লড়াইয়ে অংশগ্রহণের জন্য। এর জন্য নয় জন নেতাকে বহিষ্কার করেছে গেরুয়া শিবির।
দলবিরোধী কার্যকলাপের অভিযোগে যে সমস্ত নেতাদের বহিষ্কার করা হল তাঁরা হলেন, দাদন সিং পেহেলওয়ান, রামেশ্বর পাসোয়ান, ভগবান সিং খুশওয়াহা, রণবিজয় সিং, সুমিত কুমার সিং, কাঞ্চম কুমারী গুপ্তা, প্রমোদ সিং চন্দ্রবংশী, অরুণ কুমার, তজমুল খান, অমরেশ চৌধুরী, শিবশঙ্কর চৌধুরী, সিন্ধু পাসোয়ান, রাকেশ রাজন, মুঙ্গেরি পাসোয়ান এবং কর্তার সিং যাদব। মঙ্গলবার রাজ্যসভাপতি বশিষ্ঠ নারায়ন সিং এই নেতাদের বরখাস্ত করেন।
জেডিইউ সূত্রে খবর, ১৫ জন নেতার মধ্যে বেশকিছু জন এনডিএর প্রার্থীর বিরুদ্ধে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে। তাই তাঁদেরকে বহিষ্কার করল দল।
অন্যদিকে বিজেপি বহিষ্কৃত নয় জন নেতাকে নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পোস্টার ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/finaly-mehebooba-mufti-realesed-in-jail/
বিহারের রাজ্য বিজেপি সভাপতি সঞ্জয় জয়সোয়াল জানিয়েছেন, যদি ওই নেতারা নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি পোস্টারে ব্যবহার করেন সেক্ষেত্রে নির্বাচনী কমিশনকে কড়া পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন তাঁরা।
২৮ অক্টোবর থেকে শুরু হচ্ছে বিহারের বিধানসভা নির্বাচন। তিন দফার নির্বাচনের আগে এনডিএ শিবিরের পদক্ষেপ কতটা মাইলেজ দেবে নির্বাচনী ময়দানে? পড়শি রাজ্যে কান পাতলেই শোনা যাচ্ছে সেই প্রশ্ন।