West Bengal Election: প্রার্থী তালিকায় নেই মতুয়াদের নাম, ক্ষোভে ফুঁসছে ঠাকুরবাড়ি
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ পশ্চিমবঙ্গের নির্বাচনে মতুয়া ভোট বিরাট ফ্যাক্টর । এর আগে একাধিক নির্বাচনে মতুয়াদের ভোটকে হাতিয়ার করেই বৈতরণী পার করেছে তৃণমূল। একইভাবে নাগরিকত্বের টোপ দিয়ে ১৯ এর নির্বাচনে মতুয়া ভোট বাক্সে বিশেষ নজর দিয়েছে বিজেপিও।
কিন্তু একুশের নির্বাচনে দুই শিবিরের প্রার্থী তালিকায় নেই মতুয়া সম্প্রদায়ের ব্যাক্তি নাম। যার কারণে ক্ষুব্ধ খোদ ঠাকুরবাড়ির সদস্যরা। বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন মতুয়া মহাসঙ্ঘের প্রধান সেবায়েত মঞ্জুলকৃষ্ণ ঠাকুর। একইসঙ্গে শাসক দলের বিরুদ্ধে তোপ দেগেছেন মমতাবালা ঠাকুর।
নির্বাচনের আগে মতুয়া ভোট নিয়ে দড়ি টানাটানি কম হয়নি। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বাস দিয়েছেন করোনা টিকাকরণের প্রক্রিয়া শেষ হলেই নাগরিকত্ব মিলবে মতুয়াদের। অন্যদিকে ঠাকুরনগরে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মতুয়ারা সকলেই নাগরিক।
আরও পড়ুনঃ কমিশনের নির্দেশে পুর প্রশাসক পদ থেকে সরিয়ে দেওয়া হল রাজনৈতিক নেতাদের
মতুয়া ভোটের ওপর বিশেষ নজর দিয়ে ২১ এর নির্বাচনে ৩০ টি আসনে প্রার্থী দেওয়ার জন্য বিজেপির শীর্ষ নেতৃত্বের কাছে আবেদন জানিয়েছিলেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর। কিন্তু সেই আবেদনে সাড়া মেলেনি। ৩০ জন তো দূরে থাক, একজন মতুয়াকেও প্রার্থী তালিকায় রাখেনি বিজেপি। তাতেই ক্ষুব্ধ হয়েছেন মঞ্জুলকৃষ্ণ ঠাকুর। মতুয়াদের ভোট নিয়ে মতুয়া মহাসঙ্ঘের আর কোনও দায়িত্ব থাকবে না। স্পষ্ট করেছেন তিনি।
অন্যদিকে বনগাঁর প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুর জানিয়েছেন, বিজেপি আসলে ভাঁওতা দিচ্ছে। একইসঙ্গে তৃণমূলের প্রার্থী তালিকাতেও মতুয়াদের কারোর নাম না থাকার ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। তিনি বলেন, মতুয়াদের কয়েকজনকে প্রার্থী করার জন্য দলের কাছে আবেদন করলেও তা মানা হয়নি।