#coronaupdateমঙ্গলবার থেকে বন্ধ অন্তর্দেশীয় উড়ান
মঙ্গলবার মধ্যরাত থেকে দেশের সমস্ত অন্তর্দেশীয় বিমান চলাচল বন্ধ রাখা হবে করোনা সংক্রমণের মোকাবিলায় ।
দ্য কোয়ারি ওয়েবডেস্ক-সোমবার দেশে করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৪১৫-তে। মৃত আট । নোভেল করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে নয়া পদক্ষেপ নিল কেন্দ্রিয় সরকার ।
মঙ্গলবার মধ্যরাত থেকে দেশের সমস্ত অন্তর্দেশীয় বিমান চলাচল বন্ধ রাখা হবে করোনা সংক্রমণের মোকাবিলায় ।
জানা গিয়েছে, মঙ্গলবার ১১.৫৯-এর মধ্যেই যাতে সমস্ত বিমান অবতরণ করতে পারে সে ব্যাপারে পরিকল্পনা করছে এয়ারলাইনস ।
Domestic schedule commercial airlines shall cease operations from the mid night 23.59 IST hours on 24/3/2020.
Restrictions shall not apply to solely cargo carrying flights#IndiaFightsCoronavirus#COVID2019india@MoCA_GoIhttps://t.co/XhcpUlwGlR
— PIB India (@PIB_India) March 23, 2020
কেবলমাত্র কার্গো উড়ানকে অনুমতি দেওয়া হবে ওড়ার ।
প্রসঙ্গত, আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে আগেই ।
রবিবারই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছিলেন দিল্লিতে কোনও বিমানকে ওঠানামা করতে দেওয়া হবে না ।
তখন অবশ্য কেন্দ্র তাঁর সিদ্ধান্তের বিরোধিতা করেছিল । এরপর সোমবার সকালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে বলেন, বাংলাতে বিমানের ওঠানামা বন্ধ করতে দেওয়া হোক।
সারা পৃথিবীতে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৩,০০০। আক্রান্ত ৩ লক্ষের উপরে ।
করোনা ভাইরাস দ্রুত একজনের শরীরে থেকে অন্যের শরীরে সংক্রামিত হতে পারে । সতর্কতা হিসেবে সারা দেশের অধিকাংশ অঞ্চলই লকডাউন করে দেওয়া হয়েছে।
লকডাউন লঙ্ঘন করলে জামিন অযোগ্য ধারায় মামলা, হুঁশিয়ারী প্রধানমন্ত্রীর
সোমবার সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা চারশো পেরিয়ে গিয়েছে। মৃত্যুও ঘটেছে কয়েক জনের।
মঙ্গলবার প্রথম এ রাজ্যে করোনা আক্রান্তের মৃত্যু ঘটেছে ।
রোগের সংক্রমণ স্থানীয় স্তরে অর্থাৎ স্টেজ টু-তে আটকে না রাখতে পারলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আশঙ্কা করছেন অনেকেই।
তাই এ বার সমস্ত অন্তর্দেশীয় বিমানের উড়ানও বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল ।