বিদেশী প্রধান অতিথি ছাড়াই হবে এবারের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ এবারের প্রজাতন্ত্র দিবসে উপস্থিত থাকবেন না কোনও বিদেশী অতিথি। করোনার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় বিদেশমন্ত্রক।
সংবাদসংস্থা এএনআইকে বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন, কোভিড-১৯ এর গ্রাসে জর্জরিত গোটা বিশ্ব। তাই স্থির করা হয়েছে এবছর প্রজাতন্ত্র দিবসে কোনও দেশের প্রধান অথবা কোনও দেশের সরকারের প্রতিনিধি এবারে উপস্থিত থাকবেন না।
এবছরের প্রজাতন্ত্র দিবসে ভারতে থাকার কথা ছিল ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের। কিন্তু সম্প্রতি ব্রিটেনের নতুন করোনা স্ট্রেনের প্রভাবে আতঙ্ক বেড়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন হাজারো মানুষ। তাই ভারত সফর বাতিল করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী নিজেই। গত মাসেই এবিষয়ে ভারতকে জানিয়েছেন তিনি।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/bhupinder-singh-mann-stepped-down-from-the-committee-formed-by-the-court/
তবে এরই মধ্যে খুশির খবর, শনিবার থেকে শুরু হচ্ছে করোনা ভ্যাকসিনের টিকাকরণের প্রক্রিয়া। শনিবার সাড়ে দশটা নাগাদ এই প্রক্রিয়ার শুভ সুচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মী সহ প্রথম সারীর করোনা যোদ্ধারা পাবেন ভ্যাকসিন। প্রায় ৩ কোটি মানুষ এই সুবিধা পেতে চলেছেন।
১৯৫০ সালে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্রথমবার অতিথি হিসাবে আসেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি সুকার্নো। গত বছর প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রাজিলের রাষ্ট্রপতি বলসোনারো।
অন্যবারের তুলনায় সংক্ষিপ্ত হএব কুচকাওয়াচের অনুষ্ঠান। দর্শকাসনে ভর্তি থাকবে এক চতুর্থাংশ। করোনার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এবারের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশের সেনাবাহিনীর ১২২ জন সদস্য। বাংলাদেশ মুক্তি দিবসের ৫০ বছর পুর্তি উপলক্ষে এবারের ভারতের প্রজাতন্ত্র দিবসে উপস্থিত থাকবেন তাঁরা। ভারতীয় এয়ারফোর্সের একটি টিম তাঁদেরকে বাংলাদেশ থেকে নিয়ে আসবেন বলে জানা গিয়েছে।