বিজয় মিছিলে ‘না’, মুখ্যসচিবকে চিঠি কমিশনের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্যের করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজয় মিছিলে নিষেধাজ্ঞা জারি করল কমিশন। ইতিমধ্যেই রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদিকে চিঠি পাঠিয়েছে কমিশন।

গত ৩০ সেপ্টেম্বর ভবানীপুর (Bhawanipur), সামশেরগঞ্জ (Samserganj) ও জঙ্গিপুর (Jangipur) বিধানসভা কেন্দ্রে ভোটের হয়। এর আগে এই তিন কেন্দ্রের নির্বাচনের দিন ঘোষণা করার পাশাপাশি করোনা পরিস্থিতিতে বেশকিছু নির্দেশিকা জারি করে কমিশন।

নির্দেশিকায় বলা হয়, মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় কোনো রকম মিছিল বা জমায়েত করা যাবেনা। এমনকি, প্রার্থীরা যখন মনোনয়ন জমা দেবেন সেইসময়ে তাঁর সঙ্গে ৫ জনের বেশী উপস্থিত থাকতে পারবেনা।

এদিন সকাল থেকে তিন কেন্দ্রের ভোটগণনা শুরু হয়েছে। শুরু থেকেই তিন কেন্দ্রে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। ভবানীপুরে প্রার্থী তৃণমূল সুপ্রিমো (Trinamool Supremo) মমতা ব্যানার্জী (Mamata Banerjee)। ১৫ রাউন্ডের গণণা শেষে ভবানীপুরে মমতা এগিয়ে ৩৯৬৫৭ ভোটে।

তিনিও অনেক ব্যবধানে এগিয়ে রয়েছেন। ফলত, ইতিমধ্যেই জায়গায় জায়গায় সবুজ আবির নিয়ে উল্লাসে মেতেছে তৃণমূলের কর্মী-সমর্থকরা। তবে নির্বাচন কমিশনের এই নির্দেশের পর পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে থাকে সেটাই দেখার।

সম্পর্কিত পোস্ট