শুভেন্দুকে নিয়ে আর আলোচনা নয় দলে, সিদ্ধান্ত নিতে হবে ওকেইঃ স্পষ্ট বার্তা তৃণমূলের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দলে শুভেন্দু অধিকারীর অবস্থান কী? মঙ্গলবার উত্তর কলকাতার বৈঠকের পর বুধবার দুপুরে তৃণমূল সাংসদ সৌগত রায়কে পাঠানো হোয়াটসঅ্যাপ মেসেজে স্পষ্ট করে দেন দলের সঙ্গে একসঙ্গে থেকে কাজ করতে চান না শুভেন্দু।

সূত্রের খবর, শুভেন্দু বিষয়ে বুধবার রাতে বৈঠক করেন সৌগত রায় এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই শুভেন্দুকে হোয়াটসঅ্যাপে পাল্টা জবাব দেন তৃণমূলের বর্ষীয়ান নেতা সৌগত রায়।

এদিন শুভেন্দুকে কি বার্তা দিয়েছেন সৌগতবাবু? তা এখনও জানা যায়নি। এমনকি সংবাদমাধ্যমের কাছে তিনি জানিয়ে দেন, শুভেন্দুর ব্যাপারে কিছু বলার নেই। এতেই আবার শুভেন্দুকে নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

মনে করা হচ্ছে শুভেন্দু নিয়ে তৃণমূলে যে জল্পনা শুরু হয়েছে তাতে ইতি টানতেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং সৌগত রায় বৈঠক করেন। রাজনৈতিক মহলের মতে, আগামী ৬ তারিখ সাংবাদিক সম্মেলন করবেন শুভেন্দু অধিকারী। সেখানেই নিজের অবস্থান স্পষ্ট করবেন তিনি।

শহীদ ক্ষুদিরাম বসুর ১৩১ তম জন্মদিবসে তমলুকে পদযাত্রা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর। একই দিনে হলদিয়ায় দুটি মিছিল ‘দাদার অনুগামী’ এবং তৃণমূলের। বৃহস্পতিবার নিজে তমলুকের মিছিলে উপস্থিত থাকলেও হলদীয়ার মিছিলে উপস্থিত থাকবেন না শুভেন্দু অধিকারী।

বৃহস্পতিবার শহীদ ক্ষুদিরাম বসুর ১৩১ তম জন্মদিন উপলক্ষে কাঁথিতে না গিয়ে নিজের খাসতালুক এবং পুর্বমেদিনীপুর জেলার শদর তমলুকে মিছিল করলেন শুভেন্দু অধিকারী। তাম্রলিপ্ত জনকল্যাণ সমিতির উদ্যোগে চলে এদিনের কর্মসূচী। যার সভাপতি শুভেন্দু নিজেই।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/police-pressurized-forcibly-removed-agitating-upper-primary-teaching-candidates/

এদিন বেলা সাড়ে ১১ টায় শুরু হয় মিছিল। চলে হ্যামিলটন হাইস্কুল অবধি। সেখানে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রেখেই বেরিয়ে যান। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন ‘দাদার অনুগামী’ সমর্থকরা।

দুপুরে গড়বেতায় গিয়ে শহীদ ক্ষুদিরাম বসুর মুর্তি উন্মোচন করবেন তিনি। তার আগে চন্দ্রকোণা থেকে গড়বেতা অবধি বাইক র্যাালি করবেন শুভেন্দু অধিকারী।

উপস্থিত থাকবেন ‘আমরা দাদার অনুগামী’ সমর্থকরা। এদিনের অরাজনৈতিক সভা থেকে নিজের রাজনৈতিক অবস্থান সম্পর্কে কিছুই স্পষ্ট করলেন না শুভেন্দু।

কিছুদিন আগেই হলদিয়ায় জনসভা করেন রাজ্যের দুই মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় এবং সুজিত বসু। সেখানেই বৃহস্পতিবার মিছিল করবেন ‘দাদার অনুগামী’ সদস্যরা। পাল্টা অরাজনৈতিক সভার ডাক দিয়েছে হলদিয়ার তৃণমূলের নেতৃত্ব। ‘ক্ষুদিরাম স্মৃতিরক্ষা কমিটি’-র তরফে ডাকা হয়েছে সেই মিছিল।

একদিকে শুভেন্দুকে নিয়ে বঙ্গ রাজনীতিতে নতুন জল্পনা। এরই মধ্যে পুর্বমেদিনীপুরে তিনটি অরাজনৈতিক কর্মসূচী তৃণমূলের। সব মিলিয়ে এখনও অবধি জল্পনা জিইয়ে রাখলেন উভয় পক্ষই। তবে কি রবিবার কি কোনও উত্তর মিলবে? উত্তরের আশায় রাজনৈতিক মহল।

 

সম্পর্কিত পোস্ট