বড়দিন ও ইংরেজি বর্ষবরণ উৎসবে নাইট কার্ফুতে ছাড়, বিজ্ঞপ্তি নবান্নের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দুর্গাপুজো- দীপাবলীর মত রাতের কড়াকড়ি তে ছাড় মিলবে বড়দিন ও ইংরেজি বর্ষবরণ উৎসবেও। এই উপলক্ষ্যে এক সপ্তাহ নৈশ বিধিনিষেধ শিথিল করার কথা ঘোষণা করেছে নবান্ন । শুধু তাই নয়, বড়দিন থেকে নতুন বছর পর্যন্ত হোটেল রেস্তোরাঁ পানশালা বাড়তি সময় খোলা রাখার অনুমোদন দেওয়া হয়েছে।
ওমিক্রন নিয়ে আতঙ্কের আবহে রাজ্যে চলতি কোভিড বিধিনিষেধের মেয়াদ আরও একমাস বাড়িয়েছে নবান্ন।বুধবার ১৫ ডিসেম্বর পর্যন্ত বিধি নিষেধের মেয়াদ ছিল।রাজ্যের বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সুপারিশ ক্রমে তা ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানোর কথা এদিন নবান্নের তরফে ঘোষণা করা হয়েছে।
এই পর্বেও রাত এগারোটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত যানবাহন ও লোক চলাচলে নিষেধাজ্ঞা জারি থাকছে।যদিও বড়দিন ও ইংরেজি বর্ষবরণ উপলক্ষ্যে ২৪ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত ওই বিধি নিষেধে ছাড় দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। মাস্ক পড়া স্যানিটাইজার ব্যবহার করা সহ যাবতীয় কোভিড বিধি পালন করার ওপরেও জোর দেওয়া হয়েছে।