খারাপ আবহাওয়ায় মেলেনি উড়ানের অনুমতি, সড়কপথেই বানভাসি হাওড়ার পথে মমতা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খারাপ আবহাওয়ার জন্য হেলিকপ্টারে বানভাসি এলাকা পরিদর্শনে যেতে পারেননি। তিনি গাড়িতে করে রওনা হয়েছেন। আগের কর্মসূচী পরিবর্তন করেছেন। গাড়িতে তিনি আমতা উদায়নারায়ান পুর হয়ে খানাকুলের দিকে যাবেন বলে জানা গেছে।

নবান্ন সূত্রে জানা গিয়েছিল,  দুপুর ১২টায় ডুমুরজলা থেকে হেলিকপ্টার উড়বে। আকাশপথে হাওড়া ও হুগলির বানভাসি এলাকা পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী। বেলা ১টায় খানাকুলে নেমে বানভাসি এলাকা পরিদর্শন, যাবেন ত্রাণশিবিরেও। বিকেলে কপ্টারে ডুমুরজলায় ফিরবেন মুখ্যমন্ত্রী। তবে শেষ পর্যন্ত তা বাতিল হয়।

Tokyo Olympics: ব্রোঞ্জেই থেমে গেল লভলিনার পদক যাত্রা

উদয়নারায়ণপুরের ১১টি গ্রাম পঞ্চায়েত এলাকায় শুধুই জল। জলের তলায় ৮৫টি গ্রাম। জলে ভেসে মৃত্যু হয়েছে ১৪ বছরের কিশোরীর। ক্রমশ জল বাড়ছে আমতা দু’নম্বর ব্লকে। কেউ আশ্রয় নিয়েছেন ত্রাণশিবিরে। কেউ আশ্রয় নিয়েছেন উঁচু এলাকায়। অনেকে আবার গবাদি পশুকে নিয়েই গাদাগাদি করে থাকছেন সোহাগড়ি ব্রিজের ওপর। তৈরি করছেন অস্থায়ী ছাউনি।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পুরুলিয়া ও বাঁকুড়াতে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন. বঙ্গোপসাগরের উপরে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প রয়েছে। তাতেই বজ্রগর্ভ মেঘ সঞ্চার হচ্ছে এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেড়ে যাচ্ছে।

সম্পর্কিত পোস্ট