মিলছে না ত্রাণ, পঞ্চায়েত সদস্যের বাড়ি ঘেরাও করে বিক্ষোভে রণক্ষেত্র এলাকা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে লকডাউন চলছে। গরীব মানুষেরা যেন অভুক্ত না থাকে তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন গরীব মানুষদের বিনা মূল্যে খাদ্যসামগ্রী দেওয়া হবে।

তাই এবার খাবারের দাবীতে মালদা জেলার ইংরেজ বাজার ব্লকের যদুপুর -২ গ্রামপঞ্চায়েতের গোপালপুর গ্রামের প্রায় ৩০০ মানুষ পঞ্চায়েত সদস্য সনেকা মন্ডলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন।

খবর পেয়ে ছুটে আসেন যদুপুর-২ গ্রাম পঞ্চায়েতের প্রধান সাজ্জাদ আলি। পরিস্থিতি ক্রমশ জটিল হতে থাকে। ইংরেজ বাজার থানাথেকে পুলিশ এসে প্রধানের সঙ্গে কথা বলেন।

আরও পড়ুনঃ পুরোনো কার্ডে অমিল রেশন, অনাহারে দিন কাটাচ্ছেন অটোচালকের পরিবার

পুলিশের পক্ষ থেকে গ্রামবাসীদের আশ্বস্ত করে জানানো হয় সকলের জন্য খাবারের ব্যবস্থা করা হবে।এরপর বিক্ষোভ বন্ধ হয়। গ্রামবাসীদের বক্তব্য লকডাউনের জন্য বাড়ির বাইরে যেতে পাড়ছি না। এদিকে ঘরে খাবার নেই। ছেলে মেয়েদের অনাহারে রাখতে হচ্ছে। অথচ পঞ্চায়েত সদস্য আমাদের একবার দেখতে পর্যন্ত আসছেন না। শুনেছি সরকার আমাদের জন্য চাল,ডাল,আলু,পেঁয়াজ পাঠাচ্ছে কিন্তু আমরা তা পাচ্ছি না। পঞ্চায়েত সদস্য নিজের পরিচিতদের মধ্যে সেই সমস্ত খাবার বিলি করছে আমরা অনাহারে না খেয়ে থাকছি।

বুধবার সকাল থেকে গোপালপুর গ্রামে প্রচুর মানুষ জমা হয়ে রাস্তার উপরে খাবারের দাবীতে বিক্ষোভ দেখাতে থাকে। এরপর একত্রিত হয়ে পঞ্চায়েত সদস্য সনেকা মন্ডলের বাড়ি ঘেরাও করে।

পঞ্চায়েত সদস্য সনেকা মন্ডল এবং প্রধান সাজ্জাদ আলির বক্তব্য আমরা সরকারের কাছ থেকে যা পেয়েছিলাম সব বিলি করে দিয়েছি। আবার যদি খাবার আসে তাহলে গোপালপুর গ্রামে দেওয়া হবে।

অন্যদিকে গ্রামবাসীরাও স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন ২৪ ঘন্টার মধ্যে যদি খাবার না পান তাহলে জেলাশাসকের অফিস ঘেরাও করা হবে।

সম্পর্কিত পোস্ট