কাটল না জোটের জট, বৃহত্তর আন্দোলনের পথে বাম-কংগ্রেস
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ময়দানে নেমে জোরকদমে প্রচার শুরু করেছেন বিজেপি এবং তৃণমূল। কিন্তু জোটের সমস্যা মেটাতে এখনও বৈঠক জারি রাখলেন বাম এবং কংগ্রেস। সোমবার আরও এক দফার বৈঠকের পর জোট নিয়ে কাটল না জট। চূড়ান্তভাবে জোটের জট কাটাতে ২৮ তারিখ ফের বৈঠকে বসতে চলেছে বাম-কংগ্রেস নেতৃত্ব।
সূত্রের খবর, বিগত কয়েক দফা সহ সোমবারের বৈঠকের মাধ্যমে স্থির হয়েছে, গত বিধানসভা নির্বাচনে ৭৭ টি আসনের মধ্যে যেখানে যারা জয়লাভ করেছেন তাঁরাই প্রার্থী হবেন। তবে সমস্যা তৈরি হয়েছে এখানেও। ইতিমধ্যেই বেশ কয়েকজন বিধায়ক দলবদল করে বিজেপি এবং তৃণমূলে গিয়েছেন। তাহলে সেক্ষেত্রে কি পদক্ষেপ নেওয়া হবে।
যদি বাকি ২১৭ টি আসনে মুল্যায়নের মাধ্যমে আসন বন্টন করতে চাইছেন দুই পক্ষের নেতারা। সেক্ষেত্রে কোনও জটিলতা না থাকলে ১ ফেব্রুয়ারির মধ্যে আসন বন্টনের বিষয়টি পরিষ্কার হবে।
গত কয়েক মাস ধরে আসন বন্টন নিয়ে যে বৈঠক চলছিল তারই সমাধান খুঁজতে আরও একবার ক্রান্তি প্রেসে বৈঠকে বসেছিলেন প্রদীপ ভট্টাচার্য এবং বিমান বসুরা। জোটের বিষয়ে জল্পনা জিইয়ে রাখলেও মঙ্গলবার প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জেলায় জেলায় জোটের কর্মসুচী স্থির করেছেন দুই পক্ষের নেতারা।
আরও পড়ুনঃ রাজনৈতিক মতবিরোধ এড়িয়ে অরূপ রায়কে দেখতে গেলেন রাজীব বন্দ্যোপাধ্যায়
রাজ্যের সমস্ত জেলাতেই বাম কংগ্রেস মিলিতভাবে মিছিল করবেন বলে জানিয়েছেন বামফ্রন্ট্রের চেয়ারম্যান বিমান বসু। তিনি আরও বলেন, ৩০ জানুয়ারি মহাত্মা গান্ধীজীর মৃত্যু দিবসে একইসঙ্গে রামলীলা ময়দান থেকে বেলেঘাটা অবধি মিছিল করবে বাম-কংগ্রেস। এছাড়াও কৃষক আন্দোলনে একজোটে সোচ্চার হবেন বলে জানিয়েছেন তিনি।
নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা না হলেও জোরকদমে নেমেছে তৃণমূল এবং বিজেপি। তৃতীয় বিকল্প হিসাবে বাম কংগ্রেসের জোট দুই দলের বিরোধিতা করবে এমনটাও স্পষ্ট করেছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য।
মানুষের রুটি রুজির কথা তুলে ধরেই পশ্চিমবঙ্গের বিধানসভায় লড়াই করবে বাম-কংগ্রেস তা স্পষ্ট করেছেন কংগ্রেস পর্যবেক্ষক জিতিন প্রসাদ। সেইসঙ্গে বাংলার হারানো গৌরব ফিরিয়ে আনার জন্য বাম-কংগ্রেস লড়বে বলে জানিয়েছেন তিনি। যদিও জোটের মুখ্যমন্ত্রী কে হবেন সেবিষয়ে স্পষ্ট করেননি তিনি।