লকডাউন ঘোষণা থেকে ভ্যাক্সিন সরবরাহ-কেন্দ্রের পদক্ষেপের তীব্র সমালোচনায় নোবেলজয়ী অভিজিত বিনায়ক বন্দোপাধ্যায়

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ এদেশে করোনার প্রকোপ শুরু হওয়ার পর মাত্র চার ঘন্টার নোটিশে কেন্দ্রীয় সরকার লকডাউন ঘোষণা করে। মুহুর্তের মধ্যে দেশের চারিদিকের হাহাকার প্রকট হয়ে ওঠে। কেন্দ্রের সেই পদক্ষেপ ভুল বললেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দোপাধ্যায়।

করোনা পরিস্থিতি মোকাবিলায় লকডাউন ঘোষণা থেকে ভ্যাক্সিন সরবরাহ-কেন্দ্রের পদক্ষেপের তীব্র সমালোচনা করলেন তিনি। জানালেন ভুল বিজ্ঞানেই বিশ্বাস করে কেন্দ্র গোটা দেশের অর্থনীতিকে ডুবিয়ে দিয়েছে।

নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে সাংবাদিকদের একই মত জানান অভিজিৎ বিনায়ক বন্দোপাধ্যায়। সেখানেও তিনি দাবি করেন, দেশে কোভিড ম্যানেজমেন্টে কেন্দ্রের পদক্ষেপ একেবারে গোড়া থেকেই ভুল। তার তুলনায় রাজ্য কোভিড পরিস্থিতি মোকাবিলায় বেশ কয়েকটি ভালো পদক্ষেপ নিয়েছে।

শুক্রবার ফের কেন্দ্রের সমালোচনায় সরব হন তিনি। শুক্রবার ইন্ডিয়ান ইন্সটিটিউট অব লেবার ফাউন্ডেশনের অনুষ্ঠানে তিনি আবারও কোভিড পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রের সমস্ত পদক্ষেপকে ভুল বলেন।

বৃষ্টির প্রভাব কমলেও মেঘলা থাকবে আকাশ, উত্তরে ভারী থেকে অতিভারী বৃষ্টি

তিনি বলেন, “আমাদের দেশে যখন প্রথম কোভিডের গল্প এলো, তখন আমাদের কেন্দ্র সরকার বিজ্ঞানকে বিশ্বাস করেছিল। বিজ্ঞানের কথায় সব বন্ধ করে দিল হুট করে। লকডাউনের পূর্ববর্তী এবং পরবর্তী অবস্থা না ভেবেই বন্ধ করে দেওয়া হল।”

এরই পরে ইন্ডিয়ান ইন্সটিটিউট অব লেবার ফাউন্ডেশনের ওই মঞ্চ থেকে তিনি দেশের মানুষকে ভ্যাক্সিন দেওয়ার ক্ষেত্রে কেন্দ্রের যে গতি তারও সমালোচনা করেন।

বলেন, “ভ্যাক্সিনের জন্য তৃতীয় বিশের দেশগুলি এখনও প্রথম বিশ্বের দিকে তাকিয়ে। শুধু ভারতই নয় গোটা পৃথিবীতেই ভ্যাক্সিনের এক চিত্র। পৃথিবীতে এখনও ভ্যাক্সিনের হাল ভালো নয়। এখনো এই কথা আলোচনা হচ্ছে। যে সারা পৃথিবীর লোককে যদি ভ্যাক্সিন দিতে হয় এখনও তিন থেকে পাঁচ বছর সময় লাগবে। যার অর্থ বেশি আছে, সেই দেশ অন্য দেশ থেকে টাকা দিয়ে ভ্যাক্সিন কিনে নিচ্ছে।”

সম্পর্কিত পোস্ট