সরকারি প্রকল্পে অসহযোগিতা, বিভিন্ন ব্যাঙ্কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পথে সরকার

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ স্টুডেন্ট- কিষাণ ক্রেডিট কার্ডের মত সরকারি প্রকল্পে সহযোগিতা করছে না একাংশের ব্যাঙ্ক কর্তৃপক্ষ। এবার এই সব ব্যাঙ্কের বিরুদ্ধে পদক্ষেপের কথা ভাবছে নবান্ন। এইসব ব্যাঙ্কের কাছ থেকে সরকারের সমস্ত অ্যাকাউন্ট ও জমা-পুঁজি ধাপে ধাপে সরিয়ে নেওয়ার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে খবর প্রশাসনিক সূত্রে।

মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী শুক্রবার বিভিন্ন সরকারি প্রকল্পের অগ্রগতি নিয়ে জেলাশাসকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন। সেখানে একাংশের ব্যাঙ্কের অসহযোগিতার কারণে প্রকল্প ব্যাহত হওয়ার বিষয়টি তুলে ধরা হয় জেলা শাসকদের তরফে।

এর মধ্যে যেমন বেসরকারি ব্যাঙ্ক রয়েছে তেমনি কিছু রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কও রয়েছে বলে খবর।শুধু স্টুডেন্ট ক্রেডিট কার্ড নয়, রাজ্য সরকারের অন্যান্য প্রকল্পেও তেমন উৎসাহ দেখাচ্ছে না প্রাইভেট ব্যাঙ্কগুলি।

এদিন মুখ্যসচিব বলেছেন, বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীকে আর্থিক সহায়তা, ‘কিষাণ ক্রেডিট কার্ড’ ইত্যাদি প্রকল্পেও বেসরকারি ব্যাঙ্কের কাছ থেকে প্রত্যাশিত সাহায্য পাওয়া যাচ্ছে না। তাই বড় পদক্ষেপের কথা ভাবা হচ্ছে।

অজানা জ্বরের তালিকায় এবার পূর্ব মেদিনীপুর, ১২ জন শিশু ভর্তি এগরা হাসপাতালে

অনেক জায়গা থেকেই শোনা গিয়েছে স্টুডেন্টস ক্রেডিট কার্ডের মাধ্যমে লোন চাইতে গেলে পড়ুয়াদের কাছে বাড়ির দলিল বন্ধক চাইছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। এই সমস্ত খবর পেয়েই নবান্ন এবার নড়েচড়ে বসছে বলে শোনা যাচ্ছে।

এরপরেই মুখ্যসচিব এই ধরনের ব্যাঙ্কগুলির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা বলেন। ধীরে ধীরে ওই সব ব্যাঙ্কের কাছ থেকে রাজ্য সরকারের ব্যাঙ্ক একাউন্টগুলি সরিয়ে যেসব ব্যাঙ্ক সরকারি প্রকল্পে সহায়তা করবে সেখানে স্থানান্তরিত করার কথা বলেছেন বলে সূত্রের খবর।

সম্পর্কিত পোস্ট