মার্চেই এনজেপি থেকে ননস্টপ ট্রেন ছুটবে ঢাকায়

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ উত্তরবঙ্গের পর্যটন শিল্পে যুক্ত হল নতুন পালক। ভ্রমণ পিপাসা মেটাতে দূর-দূরান্ত থেকে মানুষ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় আসেন। এবার বাংলাদেশের মানুষও সহজেই উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় পাড়ি জমাতে পারবেন।

ভারত-বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক দৃঢ় করতে চালু হচ্ছে আরও একটি নতুন ট্রেন। মৈত্রী,বন্ধন-এর পর আরোও একটি নতুন ট্রেন চালু হতে চলেছে ভারত-বাংলাদেশের মধ্যে।

আগামী ২৬শে মার্চ এনজেপি থেকে ঢাকার উদ্দেশ্যে ছুটবে এই নতুন ননস্টপ ট্রেনটি। খুব শীঘ্রই নামকরণের পাশাপাশি টিকিটের মুল্যও ধার্য্য  করা হবে বলে জানান দু’দেশের রেল আধিকারিকেরা।

প্রতারণার ছক ! রেলের টিকিটের অবৈধ কারবারিকে গ্রেফতার করল পুলিশ

অনেক আগেই চালু হয়েছিল মৈত্রী ও বন্ধন নামে দুটি ট্রেন। এই ট্রেনের  মধ্য দিয়ে দু’দেশের মধ্য গড়ে ওঠে সুসম্পর্ক। তবে এবার শুধু মাত্র সম্পর্কই নয়, দু’দেশের মধ্যে পর্যটন ব্যবসার উন্নতিসাধন ঘটাতে বিশেষ ভূমিকা গ্রহণ করবে এই ট্রেন। এই বিষয়ে আশাবাদী দুই দেশের রেলমন্ত্রক।

বুধবার এনজেপিতে এক বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ DRM মহম্মদ সহীদুল ইশলাম, DRM কাঠিহার রবিন্দ্রর কুমার বর্মা ও DRM শিয়ালদহ  শৈলেন্দর পি সিং। আলোচনা শেষে তারা জানান, ১০টি বগি নিয়ে ৯ ঘন্টার নন স্টপ সফর করবে এই ট্রেন। সপ্তাহে সোম ও বৃহস্পতিবার চলবে এই নতুন ট্রেন।

তারা জানান এই রেল পরিশেবা চালু হওয়ার ফলে অর্থনৈতিক ভাবে দু দেশই লাভবান হবে। একইসঙ্গে উত্তরবঙ্গের পর্যটন ব্যবসারও যে উন্নতি হবে তা স্পষ্ট।

সম্পর্কিত পোস্ট