আচমকাই ঘটেছে মতুয়াদের উপর হামলা: রাজ নারায়ণ মুখার্জী
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মতুয়া (Matua ) ভক্তদের উপর মঙ্গলবার রাতে হামলার ঘটনা কোনো উদ্দেশ্য প্রণোদিত নয়। এটি আচমকাই ঘটেছে। যদিও ঘটনাটি দুর্ভাগ্যজনক বলেই মনে করেন উত্তর ২৪ পরগনা ( North 24 pgs) জেলার পুলিশ সুপার রাজ নারায়ণ মুখার্জী (Raj Narayan Mukherjee)।
Arjun Singh : গ্রেপ্তারির ভয়ে হাজিরা এড়িয়ে যাচ্ছেন অনুব্রত, দাবি অর্জুন সিংয়ের
তিনি জানান ওই দিন রাত একটা নাগাদ বারাসত কাজীপাড়া (Barasat Kazipara) সংলগ্ন ওই এলাকায় ট্রাফিকের একটা সমস্যা হয়েছিল। স্থানীয় যুবকরা রাস্তায় নেমে ট্রাফিক কন্ট্রোল করছিলেন। পূর্নার্থী নিয়ে ওই বাসটি ওভারটেক করে আগে চলে আসায় স্থানীয় ওই যুবকদের সাথে বচসা হয়। তার পরে বাসটিতে ইট ছুড়ে বাসের কাঁচ ভেঙে দেওয়া হয়। এর পর সেখান থেকে আরও খানিক টা দূরে ওই বাসের যাত্রীদের সাথে স্থানীয় ওই যুবকদের কিছু গন্ডগোল হয়।
পুরো ঘটনাটি পুলিশ সিসি টিভির ফুটেজ ইতিমধ্যেই সংগ্রহ করেছে বলেও এদিন জানান পুলিশ সুপার।