সুলভ মূল্যে ধান কেনার বৈঠকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ
সরাসরি কৃষকদের থেকে ধান কেনার বিষয়ে আরও বেশি নজরদারি প্রয়োজন রয়েছে বলে জানান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সুলভ মূল্যে ধান কেনা নিয়ে কোচবিহার জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। এদিন জেলা শাসকের দফতরে বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক পবন কাদিয়ান, কোচবিহারের মহকুমা শাসক।
ধান কেনায় গতি আনতে ও সেইসঙ্গে কৃষকদের সহযোগিতা প্রদানের উদ্দেশ্যে এই বৈঠক বলে জানান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।
মহকুমা শাসক এদিন অভিযোগ করে বলেন, ধান কেনার ব্যবস্থা থাকলেও ধান নিয়ে যাওয়ার ক্ষেত্রে পরিবহনের সমস্যা রয়েছে। তিনি আরো বলেন, যেদিন ধান কেনা হচ্ছে সেই দিন চেক পাচ্ছে না কৃষকরা। পরেরদিন পুনরায় দফতরে এসে চেক সংগ্রহ করতে হচ্ছেI কৃষকদের সেই ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে।
আরও পড়ুনঃ আগ্নেয়াস্ত্র সহ দিনহাটা থেকে গ্রেফতার ২
তবে বিষয়টি এরকম হওয়ার কোন কথা নয় বলেই জানান জেলাশাসক পবন কাদিয়ান। অবিলম্বে এই সমস্যা প্রশাসনিক স্তরে মিটিয়ে দেওয়া হবে বলে জানান তিনি।
একই সঙ্গে সরাসরি কৃষকদের থেকে ধান কেনার বিষয়ে আরও বেশি নজরদারি প্রয়োজন রয়েছে বলে জানান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। তিনি বলেন, বিগত বছরে উন্নতমানের চাল সরবরাহ করছে কোচবিহার জেলা প্রশাসন। কিছু কিছু সমস্যা রয়েছে তা অবিলম্বে মিটিয়ে দেওয়া হবে।
আরও পড়ুনঃ “ঘোলা জলে মাছ ধরতে নেমে তাণ্ডব চালাবেন না”, হুঁশিয়ারী মমতার
তিনি আরও বলেন, কৃষকদের স্বার্থে রাজ্য সরকার যে ভূমিকা গ্রহণ করেছে তা অত্যন্ত প্রশংসনীয়। জেলা থেকে মহকুমা প্রশাসন এই বিষয়ে যথেষ্ট তৎপরতার সঙ্গে কাজ করছে। চলতি বছর আমরা আরো বেশি পরিমাণে ধান কেনার পরিকল্পনা নিয়েছি। কোচবিহার জেলায় চালের যতটুকু চাহিদা রয়েছে তা কোচবিহারের ধান থেকেই সরবরাহ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
আজকের এই বৈঠক এই উদ্যোগকে সফলতার দিকে নিয়ে যাবে বলে এদিন আশা প্রকাশ করেন তিনি।