দুদিন ব্যাপী কোচবিহারে উত্তরবঙ্গ উৎসবের উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বুধবার কোচবিহার উৎসব অডিটোরিয়ামে উত্তরবঙ্গ উৎসব অনুষ্ঠানের উদ্বোধন করলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। উপস্থিত ছিলেন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন, কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি উমাকান্ত বর্মন, কোচবিহার পৌরসভার প্রশাসক ভূষণ সিং, কোচবিহারের জেলা শাসক পবন কাদিয়ান প্রমুখ।
দুদিনের এই অনুষ্ঠানে প্রথমদিন স্থানীয় শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। দ্বিতীয় দিনে উপস্থিত থাকছেন প্রখ্যাত কীর্তন শিল্পী অদিতি মুন্সি।
এদিন উৎসব অডিটোরিয়ামের প্রবেশদ্বারে বৈরাতী নৃত্যের মধ্য দিয়ে অতিথি অভ্যাগতদের আপ্যায়ণ করেন স্থানীয় লোকশিল্পীরা। এরপর ফিতে কেটে এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উদ্বোধন হয় দুদিন ব্যাপী কোচবিহারের এই উত্তরবঙ্গ উৎসবের।
দর্শকদের জন্য খুলছে স্টেডিয়াম, বিজ্ঞপ্তি জারি করে জানাল রাজ্য
এই প্রসঙ্গে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, দশম তম বর্ষে পদার্পণ করল এই উত্তরবঙ্গ উৎসব স্থানীয় জনজাতির কৃষ্টি সংস্কৃতি মানোন্নয়ন এবং প্রসারের ক্ষেত্রে উত্তরবঙ্গ উৎসব এর গুরুত্ব অপরিসীম।
উল্লেখ্য, চলতি মাসের ১০ তারিখ কোচবিহার উৎসব অডিটোরিয়ামে উত্তরবঙ্গ উৎসব এর অঙ্গ হিসেবে উৎসব অডিটোরিয়ামে রাজবংশী ভাষা সহ আঞ্চলিক ভাষার চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে।
শিলিগুড়িতে উত্তরবঙ্গ উৎসবের শুভ উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোভিড পরবর্তী পরিস্থিতিতে উত্তরবঙ্গ উৎসবের মধ্য দিয়ে ব্যবসায়ীদের কিছুটা লাভ হবে বলেই মনে করছেন অনেকে।