জুনেই GTA নির্বাচন, শিলিগুড়ি মহকুমা পরিষদেও হবে ভোট
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্য সরকার উত্তরবঙ্গের শিলিগুড়ি মহকুমা পরিষদ এবং পাহাড়ের গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন জিটিএ নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে আগামী মাসে এই দুই জায়গায় নির্বাচন করানো হবে বলে নবান্ন থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
রাজ্যে পুরভোটের পর পাহাড়ে জিটিএ নির্বাচন করানো নিয়ে আগেই বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সাম্প্রতিক দার্জিলিং সফরে গিয়ে জিটিএ ও পঞ্চায়েত ভোটের দামামা বাজিয়ে দেন তিনি। পাহাড়ের মানুষকে বার্তা দিয়ে তিনি বলেন, ”আমি চাই, আগামী মে-জুনের মধ্যেই জিটিএ নির্বাচন হোক। পাহাড়ের দলগুলির সঙ্গে আলোচনা করতে হবে।” তাঁর এই বক্তব্যের পরই কার্যত ব্যস্ততা শুরু হয়ে যায় গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের নির্বাচনের। এবার সরকারিভাবে ভোটের সময় জানিয়ে দেওয়া হল।
ফিরছে ‘কৃষক রত্ন’ পুরস্কার , মেদিনীপুরের প্রশাসনিক বৈঠকে পুরস্কার দেবেন মুখ্যমন্ত্রী
দীর্ঘদিন ধরে পাহাড়ে জিটিএ নির্বাচন হয় না। গোর্খা জনমুক্তি মোর্চা প্রধান বিমল গুরুঙ একটা সময়ে জিটিএ চেয়ারম্যানের দায়িত্ব সামলেছিলেন। গুরুঙ ছেড়ে যাওয়ার পর চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন বিনয় তামাঙ। পরবর্তীকালে জিটিএ পরিচালনার ক্ষেত্রে একাধিক দুর্নীতির অভিযোগ ওঠে। বিমল গুরুঙ ও বিনয় তামাঙ গোষ্ঠীর মধ্যে বিরোধ তীব্র হয়ে ওঠে।
গোর্খা জনমুক্তি মোর্চার মধ্যে পারস্পরিক বিরোধের আবহেই পাহাড়ের রাজনীতিতে নতুন দলের সৃষ্টি হয়েছে। বিনয় তামাঙ ঘনিষ্ঠ অনীত থাপা নতুন দল গঠন করেছেন। এছাড়াও অজয় এডওয়ার্ডের হামরো পার্টিরও উত্থান হয়েছে। এই পরিস্থিতিতে জিটিএ–এর ক্ষমতা কাদের কাছে যায়, এখন সেটাই দেখার।