ফুঁসছে তিস্তা, আগামী চার দিনের ভারী বৃষ্টিতে ভাসবে উত্তরবঙ্গ
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মঙ্গলবার থেকে শনিবার অবধি একটানা বৃষ্টিতে ভাসতে চলেছে উত্তরবঙ্গ। একাধিক জেলায় আগামী দুই দিন বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার অবিরাম বৃষ্টির জেরে পাহাড় সংলগ্ন এলাকায় উল্টে যায় গাড়ি। গাছ উপড়ে পড়ে চলন্ত গাড়ির ওপর৷ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় গাড়িটি। সকাল থেকে ভারী বৃষ্টির জেরে বন্ধ হয়ে গিয়েছে সিকিমের সঙ্গে সংযুক্ত ১০ নম্বর জাতীয় সড়ক। ধস নামে ২৯ মাইলেও। ঘুরপথে চলছে ছোট গাড়ি।
একটানা বৃষ্টিতে ফুঁসছে তিস্তা৷ ত্রিবেণী রোডের ওপর দিয়ে বইছে জল। অনবরত মাইকিংয়ের মাধ্যমে সতর্কতা জারি রয়েছে প্রশাসনের তরফে৷ বন্ধ রাখা হয়েছে সান্দাকফু ট্রেনিং৷ বন্ধ রাখা হয়েছে টয় ট্রেন পরিষেবা।
জলপাইগুড়ির গরুবাথানে অঝোরে বৃষ্টির জেরে বেড়ে গিয়েছে জলের স্রোত। এর ফলে ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। কালিম্পং পুরসভার অন্তর্গত একাধিক বাড়ি ধসে যাওয়ার খবর পাওয়া গেছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৩ তারিখ অবধি দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মঙ্গল ও বুধবার একাধিক জেলায় লাল এবং কমলা সতর্কতা জারি করা হয়েছে।