প্রবল প্রাকতিক দুর্যোগের সম্মুখীন উত্তরবঙ্গ, দক্ষিণে হাল্কা থেকে মাঝারী বৃষ্টি

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আবহাওয়া দফতরের পূর্বাভাস মতই শনিবার দুপুরের পর থেকে বজ্র বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা যায়নি।

সকালেই হাওয়া অফিস জানায় সমগ্র দক্ষিণবঙ্গেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েকদিনে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

লাগাতার বৃষ্টির কারণে কোচবিহারে তোর্ষা নদী সহ কালজানি, রায়ডাক, মানসাই, নদীর জল স্তর বেড়েই চলেছে। ইতিমধ্যেই পাড় ভাঙতে শুরু করেছে বিভিন্ন নদীর।

তোর্ষার নদীর জল বাড়ায় কোচবিহারের রানিবাগান, ফাঁসির ঘাট, কারিশাল, টাকাগাছ সহ বেশ কয়েকটি এলাকায় বাড়িতে জল ঢুকে গিয়েছে।

নদীর জল বাড়ায় কোচবিহার শহরের ফাঁসির ঘাট এলাকার মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

ইডেন গার্ডেন্স স্টেডিয়ামের একাংশে এবার কোয়ারেন্টাইন সেন্টার

এর আগেও ২০১৭ সালের বন্যায় এই এলাকার প্রায় ২০০ টি বাড়ি নদীগর্ভে চলে গিয়েছিল।

জেলার নদীগুলির মধ্যে তোর্ষার অবস্থা উদ্বেগজনক হতে পারে বলে আশঙ্কা। তোর্ষা লাগোয়া ফাঁসির ঘাট, ঘুঘুমারির চর,পানিশালার চর, কারিশাল ও বলরামপুরের কিছু নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর হচ্ছে প্রতিনিয়ত।

এই নদী ভাঙ্গনের ফলে আতঙ্কগ্রস্থ কোচবিহার। শহরের তোর্ষা নদী সংলগ্ন ফাঁসির ঘাট এলাকার বাসিন্দারা ক্রমশ আশ্রয়হীন হয়ে পড়ার মুখে।

বৃষ্টিতে কোচবিহার শহরের কেশব রোড, আরএনএন রোড সহ বেশকিছু জায়গায় রাস্তায় জল জমে যায়। দূর্ভোগে পড়তে হয় নাগরিকদের।

এছাড়াও কোচবিহার জেলার মাথাভাঙ্গা ২ ব্লকের ঘোকসাডাঙ্গা পুরান বাজার এলাকা। জলমগ্ন মেখলিগঞ্জ ব্লকের নিজতরফ গ্রাম পঞ্চায়েতের তিস্তা নদী সংলগ্ন ৪০ ও ৭৬ নিজতরফ এলাকা।

ইতিমধ্যে জেলার মানসাই নদীতে হলুদ সর্তকতা জারি করেছে প্রশাসন।

অন্যদিকে, মৌসুমী অক্ষরেখা এই মুহুর্তে হিমালয়ের পাদদেশে অবস্থান করছে। পূর্ব উত্তর প্রদেশ থেকে ছত্তিশগড় হয়ে দক্ষিণ ওড়িশা পর্যন্ত বিস্তৃত রয়েছে তা। যার জেরে দক্ষিণ ওড়িশার ওপর অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত।

প্রভাব পড়বে উত্তরবঙ্গে ১১ থেকে ১৫ জুলাই উত্তরবঙ্গের পাঁচ জেলায়। রয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস।

শনিবার উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন ৫ জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে অতিরিক্ত বৃষ্টি হতে পারে। এছাড়াও মালদহ ও দুই দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। শনিবারের মতো রবিবারের জন্যও লাল সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গে।

অন্যদিকে, সোম, মঙ্গল ও বুধবারের জন্য দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। যেই কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে।

প্রসঙ্গত সিকিমে ফুঁসছে বিভিন্ন নদী।যার জেরে ভাসার অপেক্ষায় উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চল। এনএইচপিসি’র উদ্বিগ্নতা সেই কথাই জানাচ্ছে।

উত্তরবঙ্গের চেয়ে আরও অনেক বেশি বৃষ্টি হচ্ছে সিকিমের পাহাড়ে। এতেই বাড়ছে নদীর জল। বাড়ছে উদ্বিগ্নতা।

সম্পর্কিত পোস্ট