উত্তরবঙ্গ মেডিকেল কলেজের থেকে পশু হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা উন্নত- কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ তিনদিনের দার্জিলিং সফরে আজ রাজ্যে এসেছেন কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল। শুক্রবার বাগডোগরা বিমানবন্দরে নামেন তিনি। এদিন  তাঁর সঙ্গে ছিলেন দার্জিলিং জেলার বিজেপি সাংসদ রাজু বিস্তা।

জানা গিয়েছে, এই তিনদিন দার্জিলিং সহ সমতলে দলীয় নেতৃত্বদের নিয়ে বৈঠক করবেন তিনি। তবে এদিন বিমল গুরুং প্রসঙ্গে তিনি কোনো উত্তর দিতে চাননি কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী। তিনি জানান,দলীয় কর্মসূচিতে অংশ নিতে তিনি দার্জিলিং সফরে এসেছেন।

খড়িবাড়ির ১০ বছরের নির্যাতিতা আদিবাসী নাবালিকার সঙ্গে দেখা করতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যান কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল। সঙ্গে ছিলেন দার্জিলিং এর সাংসদ রাজু বিস্ত।এদিন নির্যাতিতার বর্তমান পরিস্থিতি নিয়ে মেডিক্যালের চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তারা।

নির্যাতিতার সঙ্গে দেখা করে প্রহ্লাদ সিং প্যাটেল মেডিক্যালের বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ উগরে দেন।তিনি বলেন,”তৃণমূল সরকারের দুটি বিভৎস চেহারা উত্তরবঙ্গ মেডিকেল কলেজে এসে দেখলাম। যা আমার জীবনে প্রথম। প্রথমত এক শিশুর সঙ্গে তৃণমূল নেতার চরম অত্যাচার, দ্বিতীয় যেখানে মানুষের জীবন বাঁচে সেখানকার চরম অব্যবস্থা।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/shuvendu-could-not-speak-at-the-meeting-in-nandigram/

উল্লেখ্য চলতি মাসের ৪ঠা জানুয়ারি লালসার স্বীকার হয় একটি ১০বছরের নাবালিকা। ঘটনাটি ঘটে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তরর্গত খড়িবাড়ি এলাকায়। জানা গিয়েছে স্থানীয় এক যুব তৃণমূল নেতা উজ্জ্বল সরকার ওই নাবালিকাকে ফুসলিয়ে পোলট্রি ফার্মে নিয়ে গিয়ে তিন দিন ধরে লাগাতার ধর্ষণ করে।

বিষয়টি জানাজানি হতেই শিশুটির পরিবার পক্ষথেকে খড়িবাড়ি থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে দোষীকে গ্রেফতার ও করে পুলিশ। নাবালিকাকে চিকিৎসার জন্য নিয়ে আশা হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/no-result-on-eight-round-talk-next-will-be-on-15-januray/

শুক্রবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নাবালিকা ও তার পরিবারের সঙ্গে দেখা করলেন কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী প্রাহাল সিং প্যাটেল। খোঁজ নিলেন চিকিৎসার ব্যাপারে এবং পাশে থাকার আশ্বাস দিলেন।

সেখানে তিনি বলেন,”মেডিক্যাল কলেজের থেকে ভালো চিকিৎসাব্যবস্থা পশু চিকিৎসালয়ে রয়েছে। বর্তমান সরকারের অত্যাচার কতটা বেড়েছে এই নাবালিকার ঘটনা থেকেই তা বোঝা যাচ্ছে।”

অন্যদিকে দার্জিলিং এর সাংসদ রাজু বিস্ত বলেন, ‘আদিবাসী নাবালিকার সঙ্গে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয়।এই ঘটনা প্রথম নয় যার সঙ্গে শাসকদলের লোকের নাম জড়িয়ে আছে।পুলিশ প্রশাসন সব সময়ই তৃণমূলের নেতাদের বাঁচানোর চেষ্টা করেন’।

সম্পর্কিত পোস্ট