চলতি সপ্তাহে উত্তর-দক্ষিণে ঝড়বৃষ্টির সম্ভাবনা, বঙ্গে বর্ষা ঢুকবে জুনের দ্বিতীয় সপ্তাহে

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বাংলার জন্য সুখবর। আগামী ১০ জুন এবার বাংলায় পা রাখতে পারে বর্ষা। ইঙ্গিত দিলেন আবহাওয়াবিদরা। তাঁরা জানিয়েছেন বাংলায় এবার স্বাভাবিক বৃষ্টি হওয়ারই সম্ভাবনা থাকছে। তবে উত্তরবঙ্গে যেমন স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবে তেমনি দক্ষিনবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে স্বাভাবিকের থেকে কিছুটা কম বৃষ্টিও হতে পারে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা সহ গোটা বাংলাতেই বেড়ে চলেছে তাপমাত্রা। নাজেহাল রাজ্যবাসীর। দিনের বেলায় এখন রাস্তায় বার হতে পারাই কষ্টকর হয়ে উঠছে।

মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। গত ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.২ ডিগ্রি, সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। তবে মঙ্গলবার সকাল থেকেই কলকাতার আকাশে মেঘের সমাহার। তার জেরে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই।

তবে দক্ষিনবঙ্গে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকছে। সেই মত রাতের দিকে শুরু হয়েছে বৃষ্টি। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, উত্তর ২৪ পরগনা জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা সমূহ।

বেড়েছে সংক্রমণ, কমেছে সুস্থতার হার- করোনা সংক্রমনে উদ্বেগ বাড়াচ্ছে উত্তর ২৪ পরগণা

এই ঝড়বৃষ্টির মূলে অবশ্য থাকছে দেশের মধ্যে সক্রিয় থাকা বেশ কয়েকটি ঘূর্ণাবর্ত। অন্যদিকে বঙ্গোপসাগরের উপর তৈরী হওয়া নিম্নচাপ যা ঘূর্ণিঝড় যশ নামে আছড়ে পড়বে সুন্দরবনে। বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, বাংলায় বর্ষা ঢোকার স্বাভাবিক সময় সাধারণত ৮ জুন।

দেশে বর্ষা ঢোকার স্বাভাবিক সময় ১ জুন। মনে করা হচ্ছে ১০জুন নাগাদ বাংলাতেও বর্ষা পা রাখবে। তবে তা অবশ্যই উত্তরবঙ্গে। দক্ষিনবঙ্গ সহ কলকাতায় বর্ষা ঢুকতে পারে ১৫জুন নাগাদ। মত আবহবিদদের।

সম্পর্কিত পোস্ট