Weather Report :আগামী পাঁচদিন বৃষ্টির সম্ভাবনা রাজ্যে, জানালো আলিপুর
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ
রাজ্যে হতে পারে বৃষ্টি। এমনই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী পাঁচ দিন উত্তর এবং দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শীত ফেরার কোনো খবর নেই।
তবে আগামী দুদিন দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে, দক্ষিণবঙ্গের তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। । ২৬ থেকে ৩১ মার্চের মধ্যে উত্তরবঙ্গে বজ্রবিদ্যুত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
হিমালয়ের পাদদেশ সংলগ্ন পাঁচ জেলায় লাগাতার বৃষ্টি হবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং ,কালিম্পং,জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের বেশ কিছু জায়গায়।
আলিপুর আবহাওয়া দফতর আরও বলছে দক্ষিণ দিক থেকে আসা হাওয়া উত্তরবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতের দিকে যাচ্ছ এবং সমুদ্রের ওপর দিয়ে যাওয়ার কারণে সেই হাওয়ায় প্রচুর জলীয় বাষ্প থাকছে। ফলে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় পরবর্তী পাঁচ দিনে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
দক্ষিণবঙ্গের ক্ষেত্রে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।