উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের দায়িত্ব পাচ্ছেন উদয়ন গুহ !
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সম্প্রতি চার কেন্দ্রের উপনির্বাচনের (ByElection Result) ফল প্রকাশ হয়েছে। বিধায়ক নির্বাচিত হয়েছেন তৃণমূলের (TMC) উদয়ন গুহ (Udayan Guha), শোভনদেব চট্টোপাধ্যায় (Sovondeb Chatterjee), সুব্রত মণ্ডল (Subrata Mandal) এবং ব্রজকিশোর গোস্বামী (Brajakishore Goswami)। নবনির্বাচিত বিধায়করা মঙ্গলবার শপথ নেবেন। ওই দিন বিকেল ৩ টেয় মন্ত্রিসভার বৈঠক হবে। সেই বৈঠকেই রদবদলের সিদ্ধান্ত চূড়ান্ত হবার সম্ভাবনা।
অর্থমন্ত্রকঃ
অর্থমন্ত্রী অমিত মিত্রের মন্ত্রিত্বের মেয়াদ শেষ হচ্ছে নভেম্বর মাসে। অর্থ দফতর নিজের হাতেই রাখতে পারেন মমতা। সূত্রের খবর, পূর্ণমন্ত্রীর মর্যাদা দিয়েই অর্থ দফতরের উপদেষ্টা হিসেবে অমিত মিত্রকে কাজে লাগাতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পঞ্চায়েত দফতরঃ
প্রয়াত সুব্রত মুখোপাধ্যায় দীর্ঘদিন পঞ্চায়েত দফতর সামলেছেন। তার আমলে একাধিকবার ১০০ দিনের কাজে দেশের সেরা হয়েছে বাংলা। সুব্রতবাবুর জায়গায় অভিজ্ঞ কোনও মুখকে আনতে পারেন মমতা। সূত্রের খবর, পঞ্চায়েত মন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন বর্তমান মন্ত্রিসভায় দুই সদস্য।
ক্রেতা সুরক্ষা দফতরঃ
দীর্ঘদিন এই দফতর সামলেছেন সাধন পান্ডে। অসুস্থতার কারণে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। ফলে কাজকর্মের ক্ষেত্রে সমস্যা তৈরী হওয়ায় সাধন পান্ডের পরিবর্তে নতুন কাউকে আনা হতে পারে বলে ভাবনা চিন্তা চলছে।
উত্তরবঙ্গ উন্নযন দফতরঃ
আগে এই দফতর সামলেছেন রবীন্দ্রনাথ ঘোষ। ২০২১ এর নির্বাচনে হেরে যাওয়ার পর ওই দফতর মমতা বন্দ্যোপা্ধ্যায় নিজের হাতে রেখেছিলেন। জানা যাচ্ছে এবার ওই দফতর উদয়ন গুহর হাতে তুলে দেওয়া হতে পারে।