Covid-19 : লকডাউন নয় এখনই, তবে করোনা রুখতে ফের সক্রিয়তার বৃত্তে ফিরছে নবান্ন
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা আবহে রাজ্যে চলছে বিধানসভা ভোট। আর এরই সুযোগ নিয়ে শহর কলকাতা থেকে জেলা হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এমতাবস্তায় অক্টোবর-নভেম্বরের মতই চূড়ান্ত সতর্কতার পথেই হাঁটতে চলেছে রাজ্য সরকার।
যদিও সরকার কোনভাবেই নতুন করে লকডাউন সাধারণ মানুষের উপর চাপিয়ে দিতে চাইছে না। তবে আক্রান্তদের সনাক্তকরণ, তাদের নিরাময়ের ব্যবস্থা করা এবং টিকাকরণ এই তিনের উপর জোর দিতে চাইছে। নবান্ন সূত্রে অন্তত এমন খবরই মিলেছে।
এখানেই শেষ নয়, রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এদিন স্বাস্থ্য দপ্তরের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে স্বাস্থ্য দপ্তরের তরফে সমস্ত হাসপাতালগুলিতে পুনরায় করোনা চিকিৎসার পরিকাঠামো প্রস্তুত রাখার জন্য বলা হয়েছে। এছাড়াও এদিন ৫০ শতাংশ কর্মী নিয়ে সরকারি অফিস চালানোর নির্দেশ নবান্নের।
আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই এই নিয়ম কার্যকর করতে চলেছে রাজ্য সরকার। রাজ্যে করোনা পরিস্থিতি ভয়াবহ তাই ২০২০ তে লাগু নিয়মের পথেই হাঁটছে রাজ্যে। সরকারি অফিসে করোনা সংক্রমন ঠেকাতে ও নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে কাজের জন্য ফের এই নিয়ম লাগু করতে চলেছে রাজ্য সরকার। এদিন নব্বান মারফত এই নির্দেশিকা জারি করা হয়ছে বলে সূত্র মারফত জানা গিয়েছে।
বাড়ছে করোনার দাপট, একদিনে আক্রান্ত ১ লক্ষ ৩১ হাজার
২০২০ সালে করোনা পরিস্থিতিতে রাজ্যে বিভিন্ন হাসপাতাল গুলিতে যে নির্দেশিকা জারি করা হয়েছিল সেগুলি আবার লাগু করা হচ্ছে। ফের রাজ্যে করোনা রোগীদের জন্য বেড সংখ্যা ও হাসপাতালের সংখ্যা বাড়ানো হচ্ছে। রাজ্যে টেস্ট বাড়ানোর জন্য জোর দেওয়া হচ্ছে। এরই সঙ্গে মাস্ক ও গ্লাভস ব্যবহারে জোর দেওয়া হচ্ছে। চিকিৎসকদের জন্য যে যে নিয়ম জারি করা হয়েছিল তাই পুনরায় ফেরানো হচ্ছে।
দেশের পাশাপশি গোটা রাজ্যে ফের লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমন। এদিকে টিকা দেওয়া হলেও লাগাম টানা যাচ্ছে না করোনা সংক্রমণে। করোনা সংক্রমনের পাশাপাশি মৃতের সংখ্যাও বেড়েছে রাজ্যে গত ২৪ ঘণ্টায়। যা নিয়ে যথেষ্ট চিন্তিত রাজ্যের স্বাস্থ্য মহল
এরই সঙ্গে লাগাতার মিটিং মিছিল ও জমায়েতে নিয়েও চিন্তিত চিকিৎসকেরা। তাই রাজ্যের তরফে আগামী ৪৮ ঘণ্টায় এই নিয়ম ফের লাগু করতে চলেছে নবান্ন।
অপরদিকে দেশজুড়ে করোনা সংক্রমনের গ্রাফ বাড়ায় দেশের সমস্ত রাজ্যের ও কেন্দ্রশাসিত অঞ্চল এর মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনায় বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই আলোচনায় উপস্থিত নেই মমতা বন্দ্যোপাধ্যায়। তার জায়গায় রয়েছেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।