অযথা সময় অপচয় নয় ! পরিবহণ দফতরের একাধিক পরিষেবা অনলাইনেই
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ এবার থেকে পরিবহণ দফতরের একাধিক পরিষেবা অনলাইনে মিলবে।গাড়ির মালিকানার নাম পরিবর্তন থেকে শুরু করে ট্রেড লাইসেন্স-এর পুনর্নবীকরণ, সবই অনলাইনে করা যাবে বলে রাজ্য পরিবহণ দফতরের তরফে জানানো হয়েছে।
রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী শনিবার এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন এবার থেকে গাড়ির মালিকানার নাম পরিবর্তন, ট্রেড লাইসেন্স-এর পুনর্নবীকরণ, গাড়ি রেজিষ্ট্রেশন-এর আবেদন জমা করার পর সার্টিফিকেট, গাড়ির নম্বর পরিবর্তন সংক্রান্ত কাজ, গাড়ির বিশেষ কোনও অনুমোদন, গাড়ির লোন পরিশোধ-এর সমাপ্তিকরণ, ডুপ্লিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট, নথিভুক্ত গাড়ির রেজিস্ট্রেশন, গ্যারেজের অনুমোদন এবং গাড়ির লার্নার লাইসেন্সও অনলাইনে পাওয়া যাবে।
‘অপারেশন লোটাস’ এর কেরামতিতে পঞ্চপ্রাপ্তির পথে গণতন্ত্র, এবার দিল্লির ঘাটে ভিড়বে পদ্ম?
অনলাইনে যারা আবেদন করতে পারবেন না তাঁদের জন্য অফলাইনে পরিষেবা পাওয়ারও সুযোগ থাকছে। নতুন পরিবহন মন্ত্রী এদিন আরও জানান, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সময়ে অনেক পরিবর্তন এসেছে। আগামী দিনে আমরা আরও স্বচ্ছ পরিবহণ ব্যবস্থা দিতে চলেছি। ই-ভেইকেল-এর ব্যবস্থা করা হচ্ছে। আমরা ইতিমধ্যেই অনেক ব্যাটারি বাস চালু করেছি।’
পরিবিহণমন্ত্রী বাসের ভাড়া বৃদ্ধি নিয়ে এদিন জানান নতুন করে বাসের ভাড়া বাড়ানো যাবে না এখন। বাস সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধান করার চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানান তিনি।