সেদিনের কথা ভোলার নয়, পুলওয়ামার ঘটনা স্মৃতিচারণ করে টুইট রাজনাথের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ২০১৯ এর ১৪ ফেব্রুয়ারি জম্মু থেকে শ্রীনগর যাওয়ার পথে পুলওয়ামায় জঙ্গি হামলায় প্রাণ হারান ৪০ জন ভারতীয় সেনা জওয়ান। সেদিন ভোলার নয়। টুইট করে সেকথা জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী টুইট করে আরও বলেন, শহীদ জওয়ানদের সেবা এবং ত্যাগের কথা কখনও ভারত ভুলবে না। একইসঙ্গে টুইটারে শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি। সেদিনের হামলার ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের পাশে আমাদের সকলকে থাকতে হবে।

একইসঙ্গে সেদিনের ঘটনায় শহীদ জওয়ানদের স্মরণ করে তাঁদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। একইসঙ্গে তাঁদের শহীদ জওয়ানদের পরিবারকে কুর্নিশ জানিয়েছেন তিনি।

শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে টুইট করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি লেখেন, ভবিষ্যতকে সুরক্ষিত করতে গিয়ে যারা প্রাণ হারালেন তাঁদের প্রতি শ্রদ্ধা। শহীদ সেনা জওয়ানদের এই ত্যাগ আমাদের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য অনুপ্রাণিত করবে।

এদিন শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন বিজেপি এবং কংগ্রেসের অন্যান্য নেতারাও।

৯০ -র ঘরে পেট্রোল, মাথায় হাত মধ্যবিত্তের

সম্পর্কিত পোস্ট