নোটবন্দি, জিএসটির মতো লকডাউনও পরিকল্পনাহীনঃপার্থ
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ একদিকে করোনা, অন্যদিকে আমফান রাজ্যকে কঠিন লড়াই করতে হচ্ছে । এই অবস্থায় রাজনীতি দূরে সরিয়ে রেখে মানুষের পাশে দাঁড়াতে সব রাজনৈতিক দলকে বার বার আহ্বান করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
অথচ এই অবস্থায় তারা তো মানুষের পাশে দাঁড়ায়নি উল্টে রাজ্য সরকারের নানা পদক্ষেপের সমালোচনা করেছেন রবিবার তারই জবাব দিয়ছেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
এদিন সাংবাদিক বৈঠকে কটাক্ষ করে তিনি বলেন, করোনা ও আমফানের জোড়া ফলায় ‘বিদ্ধ’ বাংলা। পরিস্থিতি স্বাভাবিক করতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে রাজ্য সরকার।
কঠিন এই সময়েও শুধুমাত্র রাজনীতি করতেই বিতর্ক তৈরি করে দিয়ে বাংলার মানুষকে অপমান করছেন বিরোধীরা। একইসঙ্গে তিনি বলেন, লকডাউন পরিকল্পনাহীন।এরফলই ভুগতে হচ্ছে পরিয়ায়ী শ্রমিকদের।
২৪ ঘণ্টায় বাংলায় রেকর্ড করোনায় সংক্রমণ, মৃত ৮, আক্রান্ত ৩৭১
পার্থ চট্টোপাধ্যায় বলেন, একটি করোনা অন্যদিকে আমফানের মোকাবিলা করছে রাজ্য। তাঁর দাবি ১০০ বছরে এমন পরিস্থিতি আসেনি। এই সংকটের সময়ে মুখ্যমন্ত্রী সবাইকে নিয়ে কাজ করতে চান বলেও জানিয়েছেন তিনি।
পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, যাঁরা বিতর্ক তৈরি করছেন, তাঁরা বাংলার সাধারণ মানুষকে অপমান করছেন। তাঁর মতে দায়িত্বজ্ঞানহীন লোকেরাই সব সময় কথা বলেন।
পরিযায়ী শ্রমিক ইস্যুতে এখন সরগরম রাজনৈতিক মহল। পরিযায়ী শ্রমিকদের দুর্দশার জন্য কেন্দ্রের ‘দায়িত্বজ্ঞানহীনতাকেই’ দায়ী করেছেন শিক্ষামন্ত্রী।
তাঁর কথায়, “নোটবাতিল, জিএসটি, লকডাউন প্রতিবার আচমকা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিকল্পনাহীনতায় ভুগছে কেন্দ্র। তাই দায় তাদের নিতেই হবে।”
পরিযায়ী শ্রমিকদের ফেরানোর বিষয়ে রাজ্যগুলির সঙ্গে কেন্দ্র সমন্বয় করেনি বলে অভিযোগ তাঁর।
উল্লেখ্য, ভিনরাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিকদের জন্য স্কুল-কলেজ মিলিয়ে মোট ৭ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে কোয়ারেন্টাইন সেন্টার খোলা হচ্ছে।